পর্দার পারভীন ববি হচ্ছেন তৃপ্তি দিমরি

তৃপ্তি দিমরি, ওটিটি, বলিউড, শহীদ কাপুর, পারভীন ববি,
তৃপ্তি দিমরি । ছবি: সংগৃহীত

অভিনয়ে এসে দৃপ্তি ছড়াচ্ছেন তৃপ্তি দিমরি। এই মুহূর্তে বলিউডের অন্যতম আলোচিত ও ব্যস্ত অভিনেত্রী তিনি। তা হাতে আছে বেশকিছু বড় বাজেটের কাজ। শোনা যাচ্ছে, বর্তমানে তিনি ওটিটি জগতে বিশেষ কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং খুব শিগগির সিরিজটির শুটিং শুরু হবে।

জানা গেছে, একটি বায়োগ্রাফিক্যাল সিরিজে আইকনিক অভিনেত্রী পারভীন ববির ভূমিকায় অভিনয় করবেন তৃপ্তি।

ফিল্মফেয়ারের একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াত অভিনেত্রী পারভীন ববির জীবন ও ক্যারিয়ারের ওপর ভিত্তি করে নির্মিত হতে যাওয়া ওটিটি বায়োপিক সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তৃপ্তি দিমরি। নেটফ্লিক্সের এই সিরিজের শুটিং খুব শিগগিরই শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। এটি পরিচালনা করবেন দ্য স্কাই ইজ পিঙ্ক খ্যাত সোনালী বোস।

অ্যানিমেল, তৃপ্তি দিমরি, বলিউড, তৃপ্তি দিমরি, কার্তিক আরিয়ান, আশিকি থ্রি,
তৃপ্তি দিমরি। ছবি: সংগৃহীত

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তৃপ্তির শুটিংয়ের শিডিউল ঠিক করা হয়েছে। পরিচালক সোনালী বোস ও তার টিম এই বড় প্রকল্পের শুটিং শুরু করতে তোড়াজোড় শুরু করেছেন।

এর আগে ওটিটিতে তৃপ্তি দিমরি বুলবুল ও কালা সিনেমাতে অভিনয় করেছেন, যা নেটফ্লিক্সেও মুক্তি পেয়েছিল।

এদিকে বিশাল ভরদ্বাজের পরবর্তী সিনেমাতে অভিনয় করছেন তৃপ্তি দিমরি। তিনি শহীদ কাপুরের সঙ্গে জুটি বেধে অভিনয় করবেন। ২০২৫ সালের ৬ জানুয়ারি ছবিটির শুটিং শুরু হয়। সাজিদ নাদিয়াদওয়ালা নিবেদিত এই সিনেমাটি ২০২৫ সালের ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা আছে।

সিনেমাটিতে নানা পাটেকর ও রণদীপ হুদাও অভিনয় করছেন। ভারতের স্বাধীনতা-উত্তর যুগে আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপটে নিয়ে এই সিনেমার গল্প তৈরি হয়েছে। সিনেমাটির নাম রাখা হয়েছে অর্জুন উস্তারা।

তৃপ্তির প্রথম সিনেমা। ছবি: সংগৃহীত
তৃপ্তি দিমরি। ছবি: সংগৃহীত

তৃপ্তির পাইপলাইনে থাকা আরেকটি সিনেমা হলো রোমান্টিক ড্রামা ধড়ক ২। এই সিনেমাতে তার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। জি স্টুডিও, ধর্মা প্রোডাকশনস ও ক্লাউড নাইন পিকচার্স প্রযোজিত 'ধড়ক ২' পরিচালিত সিনেমাটি ২০২৪ সালের ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়।

ফিল্মফেয়ারের সঙ্গে আগের আলাপনে সিনেমাটি নিয়ে আপডেট তথ্য জানিয়েছিলেন তৃপ্তি। তিনি বলেছিলেন, শুটিং শেষ হওয়ার কাছাকাছি ছিল। সিনেমাটিতে কাজ করে তিনি খুব খুশি হয়েছেন।

তিনি এই সিনেমাটিকে 'বিশেষ' বলে অভিহিত করেছেন। অভিনেত্রী উল্লেখ করেন, ধড়ক ২ শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে তিনি প্রত্যাশা করছেন।

Comments

The Daily Star  | English

‘Mind your language’: Panna and Tajul exchange words in ICT-1 courtroom

Court says Panna, appointed as Hasina’s defence counsel, can't withdraw without permission

31m ago