পূর্ণিমা আমার ভালো বন্ধু: ফেরদৌস

ফেরদৌস ও পূর্ণিমা। ছবি: সংগৃহীত

জুটিবদ্ধ হয়ে 'আহারে জীবন' সিনেমার শুটিং শুরু করছেন ফেরদৌস ও পূর্ণিমা। সিনেমাটি পরিচালনা করছেন ছটকু আহমেদ।

আগামীকাল সোমবার থেকে রাজধানীর একটি শুটিং হাউজে শুরু হবে তাদের শুটিং। তবে, আজ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন পূর্ণিমা।

এ বিষয়ে ফেরদৌস বলেন, 'পূর্ণিমা শুটিং শুরু করেছে আজ থেকে। আমি আগামীকাল থেকে যোগ দিব।'

তিনি আরও বলেন, 'পূর্ণিমা আমার ভালো বন্ধু। একসঙ্গে সিনেমা ও উপস্থাপনা করে আসছি। বেশ বিরতি দিয়েই আবার আমরা জুটিবদ্ধ হচ্ছি।'

'২৫ বছর আগে ছটকু ভাইয়ের "বুকের ভেতর আগুন" সিনেমায় অভিনয় করেছি। এরপর তার কোনো সিনেমায় আর কাজ করা হয়ে ওঠেনি। দীর্ঘদিন পর তার সঙ্গে কাজ করছি। আশা করছি ভালো কিছু হবে', যোগ করেন তিনি।

মানবিক গল্পের ওপর নির্মিত হচ্ছে 'আহারে জীবন'।

ফেরদৌস ও পূর্ণিমা অভিনীত 'গাঙচিল' ও 'জ্যাম' সিনেমা ২টি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Comments

The Daily Star  | English

Breaking down the new populist playbook in Bangladesh

Many people think that the old authoritarian chapter is over and a new era has begun.

18h ago