জন্মদিনে কেক কাটবেন না অপু বিশ্বাস

নায়িকা অপু বিশ্বাস। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস অভিনীত ছায়াবৃক্ষ সিনেমা চলতি সপ্তাহে সেন্সর ছাড়পত্র পেয়েছে।

সরকারি অনুদানের সিনেমা ছায়াবৃক্ষ পরিচালনা করেছেন বন্বন বিশ্বাস। এই সিনেমায় অপু বিশ্বাস একজন নারী চা শ্রমিকের ভূমিকায় অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন নায়ক নিরব।

অপু বিশ্বাস বলেন, চা শ্রমিকের চরিত্রে প্রথমবার অভিনয় করেছি। সত্যি কথা বলতে বাস্তব একটি চরিত্র। এমন চরিত্রে দর্শকরা কখনো আমাকে দেখেনি।

অপু বিশ্বাস আরও বলেন, শুটিং করার সময় হাজার হাজার মানুষ আসতেন। মেকআপম্যান আমাকে দীর্ঘ সময় নিয়ে কালো করার পর ক্যামেরার সামনে দাঁড়াতাম। আবার রোদের জন্য মেকআপ গলে যেত। আবার মেকআপ নিতে হতো।'

এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, 'দর্শকরা শুটিং দেখতে গিয়ে নায়িকা খুঁজেছেন। মেকআপ দিয়ে কালো করায় দর্শকরা আমাকে সেদিন চিনতে পারেননি। পরে যখন ইউনিটের সদস্যরা দেখিয়ে দিয়েছেন তখন একটু অবাক হয়েছেন।'

'ছায়াবৃক্ষ চমৎকার গল্পের একটি সিনেমা। সবার ভালো লাগবে। এমন গল্পে ও চরিত্রে অভিনয় করে আমি হ্যাপি,' যোগ করেন অপু বিশ্বাস।

Apu Bishwas
অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

নতুন নতুন কাজের অফার পাচ্ছেন ঢালিউডের এই নায়িকা। সেভাবে নিজেকে প্রস্তুতও করছেন। নিয়মিত জিমে যাচ্ছেন। তিনি বলেন, 'সব কিছু চূড়ান্ত হলেই নতুন কাজের ঘোষণা দেবো।'

বুধবার ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। নায়িকা হওয়ার পর থেকে দিনটি খুব হইচই করে উদযাপন করতেন। এবারই প্রথম জন্মদিনে তিনি কেক কাটবেন না। তবে ভক্তরা কেক কাটবে, জন্মদিন পালন করবে, সেখানে তার আপত্তি নেই।

Apu Bishwas
অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

অপু বিশ্বাস বলেন, 'জন্মদিনে মা-বাবাকে খুব মিস করব। দূর থেকে নিশ্চয়ই তারা আমাকে ভালোবাসা দেবেন ও আশীর্বাদ করবেন। জন্মদিনে কোনো দিন কেক কাটব না।'

জন্মদিনে ভক্তদের প্রতি চাওয়া কী জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, 'আমার ভক্তরা আমাকে সব সময়ই ভালোবাসেন। তাদের জন্যই আমি। সারা জনম তারা আমাকে ভালোবাসবেন এটুকুই চাওয়া। তাদের কাছে আশীর্বাদ চাইব।'

Comments

The Daily Star  | English

Ducsu election sees spontaneous turnout of voters

Ducsu election is being held at eight centres of the campus with nearly 40,000 registered voters and 471 candidates vying for 28 central posts.

52m ago