ফারাক্কার গেট খোলা: রাজশাহীতে পদ্মায় পানির স্তর অপরিবর্তিত

খুললো ফারাক্কার ১০৯টি গেট: বাংলাদেশের উদ্বেগের কারণ নেই বলছে ভারত
ফারাক্কা ব্যারেজ | ফাইল ফটো

ভারতে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেওয়ার পর পূর্ণ মাত্রায় পানি ছাড়া হলেও রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'পদ্মায় আজ পানির স্তর গতকালের মতোই আছে।'

তিনি জানান, আজ মঙ্গলবার বিকেলে নদীর পানি ১৬ দশমিক ৩ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যেখানে রাজশাহী নগরীর ক্ষেত্রে পদ্মানদীর বিপৎসীমা ১৮ দশমিক ৫ মিটার। 

নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, 'রাজশাহীতে এখনই বন্যার আশঙ্কা নেই, কারণ বর্ষায় ফারাক্কা ব্যারাজ দিয়ে পানি ছাড়া নতুন কিছু নয়।'

একই কথা জানান রাজশাহীর নদী গবেষক অধ্যাপক মাহাবুব সিদ্দিক। তিনি ডেইলি স্টারকে বলেন, 'পদ্মা নদীর পানি বৃদ্ধি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রাজশাহীর সঙ্গে কুমিল্লা বা ফেনীর প্রেক্ষাপট একেবারেই আলাদা। বছরের এই সময়ে ভারত গঙ্গার পানি নিয়ন্ত্রণের জন্য ফারাক্কা ব্যারেজে প্রতিবছরই জলকপাট খুলে দেয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।'

'বরং, আমাদের সচেতনতা এবং প্রস্তুতি বাড়াতে হবে, এই অঞ্চলের খাল এবং শাখা নদীগুলোর নাব্যতা বাড়াতে হবে,' বলেন তিনি।

অধ্যাপক মাহাবুব আরও বলেন, 'উজানে পানির প্রবাহ না বাড়লে পদ্মায় বন্যা হবে না। রাজশাহীতে পদ্মা ২৬ লাখ ৯০ হাজার কিউসেক পানি ধারণ করতে পারে। বর্তমানে নদীতে ১৪ লাখ কিউসেক পানি প্রবাহিত হচ্ছে।'

 

Comments

The Daily Star  | English

Vegetable prices skyrocket as erratic rain ravages croplands

Consumers and farmers are bearing the brunt of the radical shift in weather patterns as crops are damaged and retail prices skyrocket.

14h ago