প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মোন্থা, রাতের মধ্যেই উপকূল অতিক্রম করতে পারে

ছবি: সংগৃহীত

মোন্থা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও এর আশে পাশের এলাকায় অবস্থান করছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৬৫ কিলোমিটার, কক্সবাজার থেকে এক হাজার ২৩০ কিলোমিটার, মোংলা থেকে এক হাজার ১০৫ কিলোমিটার ও পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে সন্ধ্যা থেকে রাতের মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঝড়ের কারণে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সেইসঙ্গে দুর্ঘটনা এড়াতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Which countries are affected by Trump's travel bans to the US?

US President Donald Trump signed a proclamation on Tuesday further restricting the entry of foreign nationals to the United States.

1h ago