ভূমিকম্পে নিহত পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার
ভূমিকম্পে নিহতদের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে দেবে সরকার।
আজ শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শুক্রবারের ভূমিকম্পে এ পর্যন্ত সারাদেশে ১০ জন নিহত ও ৪৬১ জন আহত হওয়ার তথ্য সরকার পেয়েছে।
ত্রাণ মন্ত্রণালয় জানায়, জেলা প্রশাসনের মাধ্যমে নিহত পরিবারগুলোকে ২৫ হাজার ও আহত পরিবারগুলোকে ১৫ হাজার টাকা সহযোগিতা দেওয়া হচ্ছে।
ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মাগুরা জেলা থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পেয়েছে মন্ত্রণালয়।
তথ্য অনুযায়ী, ঢাকা শহরে ৪ জন নিহত ও ৫৯ জন আহত, নারায়ণগঞ্জে ১ জন নিহত ও ১৮ জন আহত, নরসিংদীতে ৫ জন নিহত ও ১১০ জন আহত, গাজীপুরে ২৫২ জন আহত এবং মাগুরায় ২২ জন আহত হয়েছে ভূমিকম্পে।
ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতি নিরূপণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়।


Comments