ভূমিকম্প হলে কী করবেন
শুক্রবারের ভূমিকম্পে হঠাৎ সারা দেশ কেঁপে ওঠে। এতে হতাহত ও ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়। তারপর আজ শনিবার আফটারশকে আরও দুইবার কেঁপে ওঠে দেশের বিভিন্ন এলাকা।
এমন পরিস্থিতিতে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিশেষজ্ঞরা বলছেন, সঠিক তথ্য না জানা ও অপতথ্যের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের প্রভাষক জাওয়াদ ইবনে ফরিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভূমিকম্প প্রতিরোধে সবচেয়ে বড় বাধা হচ্ছে বিভ্রান্তি ও অপতথ্য।'
'এখন পর্যন্ত ভূমিকম্পের কোনো পূর্বাভাস হয় না' উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা 'পূর্বাভাস' প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অজ্ঞতাবশত তাড়াহুড়ো করে ভবন ছাড়তে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
জাওয়াদ ইবনে ফরিদ বলেন, 'এই পরিস্থিতিতে বারবার সতর্কতা বার্তা ও করণীয় সম্পর্কে সচেতনতা তৈরি করে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যেতে পারে।'
তিনি বিশেষভাবে ভূমিকম্প চলাকালে ডিসিএইচ—ড্রপ, কভার, হোল্ড—পদ্ধতি অনুসরণের কথা উল্লেখ করেন।
নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ফেমা (ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি) ভূমিকম্পের সময় ডিসিএইচ সম্বলিত তাৎক্ষণিক করণীয়ের একটি চেকলিস্ট প্রকাশ করেছে।
ভূমিকম্পের সময় 'নিচে ঝুঁকুন, ঢেকে রাখুন ও ধরে থাকুন'
মাটি কাঁপতে শুরু করলে অপ্রয়োজনীয় নড়াচড়া কমিয়ে দ্রুত কাছের কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিন। ঝাঁকুনি বন্ধ না হওয়া পর্যন্ত এবং বাইরে যাওয়া নিরাপদ কিনা তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরের ভেতরে থাকতে হবে।
আপনি যদি ঘরের ভেতরে থাকেন
- একটি মজবুত ডেস্ক, টেবিল বা বেঞ্চের নিচে আশ্রয় নিন, অথবা ঘরের ভেতরের কোনো দেয়ালের পাশে বসে পড়ে শক্ত করে ধরে থাকুন।
- আশপাশে কোনো আসবাব না থাকলে মুখ ও মাথা হাত দিয়ে ঢেকে ভেতরের দেয়ালের পাশে বসে পড়ুন।
- কাচ, জানালা, বাইরের দরজা, দেয়াল, লাইট ফিক্সচার বা উঁচু আসবাবপত্রের কাছ থেকে দূরে থাকুন।
- এলিভেটর বা লিফট ব্যবহার করবেন না।
- আপনি যদি বিছানায় থাকেন, সেখানেই মাথা বালিশ দিয়ে ঢেকে রাখুন। যদি পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, বিছানার পাশে মেঝেতে আশ্রয় নিন।
- ভবন থেকে বের হওয়ার চেষ্টা করবেন না; ভূমিকম্পে বেশিরভাগ মানুষ বাইরে বের হতে গিয়ে পড়ন্ত বস্তুতে আহত হন।
- বিদ্যুৎ চলে যেতে পারে, পাইপ ফেটে যেতে পারে বা অ্যালার্ম বাজতে পারে—এগুলো মাথায় রাখুন।
আপনি যদি বাইরে থাকেন
- বাইরে থাকুন।
- ভবন, গাছ, স্ট্রিটলাইট ও বৈদ্যুতিক তার থেকে দূরে যান।
আপনি যদি গাড়িতে থাকেন
- নিরাপদ হলে গাড়ি থামিয়ে রাস্তার পাশে নিন এবং গাড়ির ভেতরেই থাকুন।
- ভবন, গাছ, ওভারপাস বা বৈদ্যুতিক তারের নিচে বা খুব কাছে গাড়ি থামাবেন না।
- ক্ষতিগ্রস্ত সেতু বা ওভারপাসের ওপর দিয়ে বা নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না।
- ভূমিকম্প থামার পর সতর্ক হয়ে চলাচল করুন এবং রাস্তা বা সেতুতে ফাটল বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা খেয়াল করুন।
যদি আপনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন
- কোনো আগুন জ্বালাবেন না।
- রুমাল বা কাপড় দিয়ে নাক–মুখ ঢেকে নড়াচড়া কম করুন যাতে ধুলো না ওঠে।
- উদ্ধারকারীরা শুনতে পারে এমনভাবে পাইপ বা দেয়ালে ধাক্কা দিয়ে শব্দ করুন; বাঁশি থাকলে ব্যবহার করুন।
- শেষ উপায় হলে তবেই চিৎকার করুন। কারণ, চিৎকার করার সময় ধ্বংসস্তূপের ধুলো শ্বাসনালীতে ঢুকে বিপজ্জনক পরিস্থিতি হতে পারে।


Comments