পাম্পে তেল বিক্রি বন্ধ রাখায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

রাজশাহী পাম্প
মোটরসাইকেল চালকরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ঘোষণার পর রাজশাহীতে পাম্পে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এতে শুক্রবার রাতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন মোটরসাইকেলচালকরা।

তেলের দাম বৃদ্ধির খবর জানার পরপরই শহরের বিভিন্ন পাম্পে তেল সংগ্রহের জন্য ভিড় জমান মোটরসাইকেলচালকরা।

তবে, কিছু পাম্প মালিক তেল বিক্রি বন্ধ করে দেওয়ায় মোটরসাইকেল চালকরা ক্ষুব্ধ হন। একদল চালক তাদের মোটরসাইকেল নিয়ে রুয়েটের সামনে হাইওয়ে অবরোধ করে রাখে ও এক ঘণ্টার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

পরে মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন ঘটনাস্থলে গিয়ে পাম্প মালিকদের তেল দিতে বলেন। পরে চালকরা সড়ক থেকে সরে যান।


 

Comments

The Daily Star  | English

US vaccine committee scraps recommendation for hepatitis B shot in newborns

Although a win for Robert F Kennedy Jr, the move will reverse decades of public health gains

1h ago