পুনরুৎপাদনে যাচ্ছে হবিগঞ্জ-৫ কূপ, জাতীয় গ্রিডে বাড়বে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

ওয়ার্কওভার কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার বা পুনরুৎপাদন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)।

কার্যক্রম সফল হলে এই কূপ থেকে প্রতিদিন অতিরিক্ত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে।

আজ সোমবার বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি জানান, 'তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার' প্রকল্পের আওতায় কূপটির কার্যক্রম শুরু হয় গত ২৪ অক্টোবর। 

ওয়ার্কওভার কার্যক্রম উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলম। এসময় ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন, পেট্রোবাংলা ও বাপেক্সের মহাব্যবস্থাপক, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিএফসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ার্কওভার কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। সফলভাবে কাজ সম্পন্ন হলে কূপটি থেকে প্রতিদিন অতিরিক্ত ১০-১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে।

উল্লেখ্য, হবিগঞ্জ ৫ নম্বর কূপটি ১৯৮৮ সালে ৩ হাজার ৫২১ মিটার গভীরতায় খনন করা হয় এবং ১৯৯২ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়।

Comments

The Daily Star  | English

Anti-liberation forces attempting to resurface: Fakhrul

Struggle for democracy will gain momentum once Tarique Rahman returns, he says

45m ago