সেতু ভাঙার ২ দিন পরও যোগাযোগ বিচ্ছিন্ন দুই উপজেলার মানুষ
বেইলি সেতু ভেঙে পড়ায় ২ দিন ধরে যান চলাচল বন্ধ হয়ে আছে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ-বানিয়াচং সড়কে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন ওই দুই উপজেলার মানুষ।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক অতিক্রমের সময় রত্না নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি ভেঙে যায় এবং ট্রাকটি সেতুর মাঝখানে আটকে পড়ে।
দুর্ঘটনায় সেতুটির কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কটি অচল হয়ে পড়ে। যাত্রীবাহী বাস, সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেট কারসহ যানবাহনের দীর্ঘ সারি জমে। বিপাকে পড়েন সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে আজ শনিবার সন্ধ্যায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেতুটি মেরামতের কাজ চলছে। এটি ঠিক হতে আগামীকাল দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।'
দুর্ঘটনার পর থেকে যাত্রীরা ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে সেতুর ভাঙা অংশ অতিক্রম করছেন। এতে যে কোনো মুহূর্তে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।


Comments