গ্যাস কূপ খনন ৪৮ ঘণ্টা বন্ধ
সারা দেশে ৪৮ ঘণ্টার জন্য গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
আজ রোববার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন পেট্রোবাংলার এক কর্মকর্তা।
তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মৌখিকভাবে গ্যাস কূপ খনন এবং ভূকম্পন জরিপ (সিসমিক সার্ভে) কার্যক্রম ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, স্বল্প সময়ে একাধিক ভূমিকম্পের পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে।


Comments