১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন ১২৫৩ টাকা

প্রতীকী ছবি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে। গতকাল মঙ্গলবার এ সমন্বয় করা হয়।

নতুন দাম অনুযায়ী, এখন থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ভোক্তাদের কাছে ১ হাজার ২১৫ টাকার পরিবর্তে ১ হাজার ২৫৩ টাকায় বিক্রি হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, 'নতুন নির্ধারিত এলপিজির দাম ১ হাজার ২৫৩ টাকা। এটি মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। সব এলপিজি বিপণন কোম্পানি নতুন দামে এলপিজি বিক্রি করবে।'

বিইআরসি জানায়, গত নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ২১৫ টাকা।

তিনি আরও বলেন, সৌদি আরব-ভিত্তিক আরামকো প্রতি মাসের শুরুতে যেভাবে এলপিজির চুক্তিমূল্য (সিপি) নির্ধারণ করে, সেই ভিত্তিতে ডিসেম্বর মাসের জন্য ১৩টি ভিন্ন সাইজের এলপিজি-ভর্তি সিলিন্ডারের দাম সমন্বয় করা হয়েছে।

বিইআরসি অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করেছে— প্রতি লিটার ৫৭ দশমিক ৩২ টাকা, খুচরা পর্যায়ে রেটিকুলেটেড সিস্টেমে কেজিপ্রতি এলপিজি ১০০ দশমিক ৬৬ টাকা (বেসরকারি খাতের), এবং বেসরকারি খাতের গ্যাস সিস্টেমে সরবরাহকৃত এলপিজির দাম ঘনমিটার প্রতি ২২৩ দশমিক ৮০ টাকা।

বিইআরসি সিদ্ধান্ত অনুযায়ী, সাড়ে ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩০৫ টাকা, ১৫ কেজি এক হাজার ৫৬৬ টাকা, ১৬ কেজি এক হাজার ৬৭১ টাকা, ১৮ কেজি এক হাজার ৮৮০ টাকা, ২০ কেজি দুই হাজার ৮৮ টাকা, ২২ কেজি দুই হাজার ২৯৮ টাকা, ২৫ কেজি দুই হাজার ৬১০ টাকা, ৩০ কেজি তিন হাজার ১৩৩ টাকা, ৩৩ কেজি তিন হাজার ৪৪৬ টাকা, ৩৫ কেজি তিন হাজার ৬৫৪ টাকা এবং ৪৫ কেজি চার হাজার ৬৯৯ টাকা।

Comments

The Daily Star  | English

Trump imposes full travel bans on citizens from Syria, Palestine and 5 more countries

The latest move brings to nearly 40 the number of countries whose citizens face restrictions in coming to the US

1h ago