অভয়ারণ্যে ঢুকে শুকর হত্যার দায়ে ২ জনের কারাদণ্ড

ধারের টাকা ফেরত পাওয়ার উপায়
স্টার অনলাইন গ্রাফিক্স

শুকর হত্যার দায়ে ২ জনকে ২ বছর করে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ রোববার চট্টগ্রামের ষষ্ঠ বিচারিক আদালতের জ্যেষ্ঠ হাকিম মো. নুরুল হারুনের আদালত এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-খাগড়াছড়ি এলাকার লক্ষীছড়ি উপজেলার বাসিন্দা নক্য চাকমা ও মিন্টু চাকমা। 

চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফরেস্ট রেঞ্জার আবদুল মালেক দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুই বছর বিচারকাজ শেষে আদালত আসামিদের কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন।'

জরিমানা অনাদায়ে আদালত আরও ২ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন বলেও জানান তিনি।

দণ্ডপ্রাপ্তরা রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন না।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর ফটিকছড়ির হাজারিখীল বন্যপ্রাণি অভয়ারণ্যে ঢুকে আসামিরা ফাঁদ পেতে শুকর হত্যার পর পাচারের সময় বন বিভাগের কর্মীদের কাছে ধরা পড়ে। 

পরে হাজারিখীল রেঞ্জের তৎকালীন বিট কর্মকর্তা অসীম কান্তি দাশ বাদী হয়ে সংরক্ষিত বনে অনুপ্রবেশ ও বন্যপ্রাণী হত্যার অভিযোগে আসামিদের বিরুদ্ধে বন আদালতে মামলা করেন।

Comments

The Daily Star  | English

Brazil approves world's first single-dose dengue vaccine

Brazil's health regulatory agency authorises the use of Butantan-DV for people aged 12 to 59

1h ago