প্রশাসনকে আন্ডারে আনতে হবে, আমাদের কথায় উঠবে-বসবে-গ্রেপ্তার করবে: জামায়াত নেতা শাহজাহান

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী। ছবি: সংগৃহীত

নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকেও জামায়াতে ইসলামীর অধীনে নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী।

বন্দরনগরী চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে গতকাল শনিবার জামায়াতে ইসলামী আয়োজিত 'নির্বাচনী দায়িত্ব সম্মেলন' অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির ড. শফিকুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও, শাহজাহান চৌধুরী বক্তব্য দেওয়ার সময় তিনি মঞ্চে ছিলেন না।

শাহজাহান চৌধুরী বলেন, 'আমার মনে হচ্ছে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেবেন। জনগণের মাঝে একটা প্রশ্ন জামায়াতের প্রধানমন্ত্রী কে হবেন। আমাকেও জিজ্ঞাসা করেছেন। আমি বললাম জামায়াতে ইসলামীর ডজন ডজন (সদস্য) প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন।'

'জামায়াত আমির শফিকুর রহমান বাংলাদেশের সীমানা পার হয়ে এশিয়ার সীমানা পার হয়ে বিশ্বনন্দিত মানবিক নেতা হিসেবে বাংলাদেশে আল্লাহর নেয়ামত হিসেবে আবির্ভূত হয়েছেন,' বলেন তিনি।

এই জামায়াত নেতা বলেন, 'এখানে জামায়াত আমির থাকলে আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই...আমি ন্যাশনালি বলব না...যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে।'

'(প্রশাসন) আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা দেবে,' যোগ করেন তিনি।

জামায়াত নেতার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে, তা নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

শাহজাহান চৌধুরী আরও বলেন, 'আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আসমান-জমিন পার্থক্য। আমরা দাওয়াত না দিলেও জনগণ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে আগামী দিনে নির্বাচনে (জয়ী) করার জন্য অপেক্ষা করছে।'

তিনি আরও বলেন, 'জামায়াতের জন্য আজকে যে সুযোগ এসেছে, ভবিষ্যতে এইরকম সুযোগ আমাদের আসবে না।'

'পার্শ্ববর্তী হিন্দুস্তান থেকে দুর্নীতির বস্তা বস্তা টাকা আর অস্ত্র আমাদের দেশে ঢুকবে' বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা।

Comments

The Daily Star  | English

Can economy turn around in 2026?

A full economic turnaround may take time, as any new government will need time to implement policies

16h ago