গাজীপুর সাফারি পার্কে জিরাফের মৃত্যু
গাজীপুর সাফারি পার্কে একটি জিরাফের মৃত্যু হয়েছে। আফ্রিকান সাফারির পূর্ণবয়স্ক স্ত্রী জিরাফটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
আজ শনিবার দুপুরে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক সাদিক দ্য ডেইলি স্টারকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জিরাফটি মারা যায়। গত এক সপ্তাহ ধরে জিরাফটি অসুস্থ ছিল।
তিনি জানান, অসুস্থতার বিষয়টি জানার পর পার্ক কর্তৃপক্ষ দ্রুত একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু করে। পরীক্ষা-নিরীক্ষা শেষে বোর্ড জানায়, জিরাফটি টিউবারকিউলোসিস (টিবি) রোগে আক্রান্ত ছিল।
তারেক সাদিক বলেন, 'জিরাফটির মৃত্যুর পর ময়নাতদন্তের জন্য মেডিকেল বোর্ডে পাঠানো হয়।'
এ ঘটনায় পার্ক কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ গতকাল বিকেলে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
জিডিতে বলা হয়েছে, 'গাজীপুর সাফারি পার্কের আফ্রিকান একটি পূর্ণবয়স্ক অসুস্থ স্ত্রী জিরাফ চিকিৎসাধীন অবস্থায় ২৩ অক্টোবর বিকাল ৪টার দিকে মারা যায়। পরে মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত হয়ে মৃত জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করেন।'
ময়নাতদন্তে অংশ নেন অধ্যাপক ডা. মো. গোলাম হায়দার, প্যাথোবায়োলজি বিভাগ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং জুলকার নাইন, ভেটেরিনারি অফিসার, সাফারি পার্ক, গাজীপুর।
গাজীপুর ট্যুরিস্ট পুলিশ ইনস্পেক্টর কামাল হোসেন জানান, জিরাফ মৃত্যুর ঘটনায় একটি তদন্ত প্রতিবেদন প্রণয়ন করা হয়েছে, যা আজকের মধ্যেই কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'জিরাফের মৃত্যুর ঘটনায় জিডি হয়েছে। সেখানে অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে।'
সরকারি কাজে ব্যস্ত থাকার কারণে জিডি করতে কিছুটা দেরি হয়েছে বলে জানায় সাফারি পার্ক কর্তৃপক্ষ।


Comments