কালীগঙ্গায় ফাঁদ পেতে কুমির ধরলো এলাকাবাসী

ছবি: ভিডিও থেকে নেওয়া

মানিকগঞ্জের সদর উপজেলায় কালীগঙ্গা নদীতে ফাঁদ পেতে কুমির ধরেছে এলাকাবাসী।

আজ শনিবার সকালে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

‎এর আগে গত রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় কুমিরটি ধরা পড়ে।

এলাকাবাসী জানান, বেশ কিছু দিন ধরে নদীতে কুমিরটি দেখা যাচ্ছিল। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

সালাউদ্দিন বলেন, 'এলাকাবাসী ফাঁদ পেতে কুমিরটি ধরেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আজই কুমিরটিকে উপযুক্ত জলাশয়ে অবমুক্ত করার কথা রয়েছে।'

Comments