হোটেলের সুইমিং পুলে কুমির!

অস্ট্রেলিয়ার হোটেলের সুইমিং পুলে কুমিরের বাচ্চা। ছবি: দ্য সান মালয়েশিয়া/স্ক্রিণশট
অস্ট্রেলিয়ার হোটেলের সুইমিং পুলে কুমিরের বাচ্চা। ছবি: দ্য সান মালয়েশিয়া/স্ক্রিণশট

সম্প্রতি অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে কুমির শিশুর আনাগোনা দেখা গেছে। তবে কিছুটা দূরে বিশ্রাম নিতে থাকা অতিথিদের কেউই বিষয়টি টের পাননি।

আজ রোববার এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিনে ছোট জলজ প্রাণীটি পোর্ট ডগলাসের শেরাটন গ্র্যান্ড মিরেজ রিসোর্টের সুইমিং পুলের জলকেলি করছে।

টিকটকার লেসি কেলার ওই 'তরুণ' কুমিরের ভিডিও পোস্ট করেন। 

ভিডিওতে তিনি বলেন, 'আমি কাউকে ভয় দেখাতে চাই না, কিন্তু শেরাটনের পুলে একটি কুমির দেখা যাচ্ছে।'

ভিডিওতে কয়েকজন পর্যটককে পুলের পাশের সান লাউঞ্জে আরাম করতে দেখা গেছে। এ সময় কেউ পানিতে নামেননি। সম্ভবত তারা টেরই পাননি যে সেখানে কুমির আছে।

'কাউকে দেখে মনে হয়নি বিষয়টাকে পাত্তা দিচ্ছেন', যোগ করেন লিসা।

ভিডিওটি হোটেলের ওয়েবসাইটে থাকা পুলের ছবির সঙ্গে মিলে যায়।

হোটেলের ম্যানেজার জোসেফ আমেরিও জানান, শনিবার ভোরে কুমিরটি দেখা যায়। কুইন্সল্যান্ড রাজ্যের বন্যপ্রাণী কর্মকর্তারা বিকেলে সেটিকে তুলে নেওয়া পর্যন্ত পুলটি বন্ধ রাখা হয়।

এএফপিকে আমেরিও বলেন, 'একবারের জন্যেও বাচ্চা কুমির ও অতিথিরা একইসঙ্গে পুলে ছিল না'। 

রাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের রেঞ্জাররা প্রাণীটিকে তার আবাসস্থলে ফিরিয়ে নিয়ে যান এবং আশেপাশে সতর্কতাসূচক সাইনবোর্ড স্থাপন করেন।

হোটেলে বেড়াতে আসা কুমিরটি সামুদ্রিক না মিঠাপানির কুমির, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সাধারণত মিঠাপানির কুমিরগুলোর আচরণ কম আগ্রাসী হয়ে থাকে।

উত্তর অস্ট্রেলিয়ায় লবণাক্ত ও মিঠা পানির প্রায় ১ লাখেরও বেশি কুমিরের বসবাস বলে অনুমান করা হয়।

Comments