কর্ণফুলী নদীতে সংযুক্ত খাল দূষণ, পোশাক কারখানাকে জরিমানা

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত একটি খালে অপরিশোধিত তরল বর্জ্য ফেলায় চট্টগ্রামভিত্তিক একটি কারখানাকে আবারও জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে অধিদপ্তরের পরিচালক সোনিয়া সুলতানা স্মার্ট জিনস লিমিটেডকে ১ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করেন।

এর আগেও গত ৪ জুন একই অপরাধে কারখানাটিকে জরিমানা করা হয়েছিল।

পরিবেশ অধিদপ্তরের আদেশ অনুযায়ী, কারখানাটি তাদের বর্জ্য শোধনাগার (ইটিপি) বন্ধ রেখে প্রায় ৯ হাজার ৯০০ ঘনমিটার তরল বর্জ্য খালে ফেলেছিল। নমুনা সংগ্রহ ও পরীক্ষার পর বিষয়টি ধরা পড়ে। পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ।

শুনানিতে স্মার্ট জিনস লিমিটেডের সহকারী জিএম মো. সাকিব জানান, ইটিপিতে প্রযুক্তিগত ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, 'ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য আমরা সমস্যাটি সমাধানে কাজ করছি।'

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, 'এই খাল কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত। নদী দূষণের কারণে আমরা কারখানাটিকে জরিমানা করেছি। একইসঙ্গে ভবিষ্যতে যাতে এমন দূষণ না হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছি।'

তিনি জানান, স্মার্ট জিনসের তরল বর্জ্যের প্রধান উৎস হলো ফ্যাব্রিক ওয়াশিং প্রক্রিয়া।

Comments

The Daily Star  | English

NEIR launch deferred to January 1

NEIR was scheduled to be implemented on December 16 this year

8m ago