চট্টগ্রামে ১৫ দিনের মধ্যে সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

supreme court

চট্টগ্রামে লাইসেন্সবিহীন সব ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধ করতে জেলা প্রশাসনকে আদেশ দিয়েছেন হাইকোর্ট। 

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট অভিযোগ সম্পর্কিত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জেলার পরিবেশ অধিদপ্তরের পরিচালক এবং লোহাগড়া উপজেলার ইউএনওসহ আট সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাকে আদেশ বাস্তবায়ন করার জন্য বলা হয়।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০২০ সালে অবৈধ ইটভাটা বন্ধ চেয়ে এ রিট আবেদন করেছিল।

আজ শুনানিতে রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোর্শেদ হাইকোর্টকে জানান, সরকার পরিবর্তনের পর চট্টগ্রামে অধিকাংশ অবৈধ ইটভাটা আবারও চালু করেন মালিকরা। এসব ইটভাটা পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলছে।

প্রশাসনের নাকের ডগায় এগুলো পরিচালিত হচ্ছে উল্লেখ করে আইন অনুযায়ী কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানান আইনজীবী।

শুনানিতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ এজাজ কবির।

এ বিষয়ে পরবর্তী শুনানি এবং আদেশ জারির জন্য ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

Comments

The Daily Star  | English

Anti-liberation forces attempting to resurface: Fakhrul

Struggle for democracy will gain momentum once Tarique Rahman returns, he says

59m ago