সুন্দরবন থেকে ৬০০ কেজি শামুক-ঝিনুক উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন মোহসিনের হুলো এলাকা থেকে আট বস্তা শামুক ও ঝিনুক উদ্ধার করেছে বন বিভাগ।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন মোহসিনের হুলো এলাকায় অভিযান চালান বনবিভাগের কর্মীরা। এসময় তারা পরিত্যক্ত আটটি বস্তায় প্রায় ৬০০ কেজি শামুক ও ঝিনুক উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ বুধবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে সুন্দরবনের খোলপেটুয়া নদীতে সেসব শামুক ও ঝিনুক অবমুক্ত করা হয়।
এসময় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক ও বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক বলেন, 'শামুক ও ঝিনুক সুন্দরবনের খাদ্য-শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ। অবৈধভাবে এগুলো সংগ্রহ করা হলে নদী ও জলজ প্রাণীর ওপর সরাসরি প্রভাব পড়ে। আমরা যেখানেই এ ধরনের তথ্য পাচ্ছি, সেখানেই অভিযান চালাচ্ছি।'
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, 'মুন্সীগঞ্জ এলাকায় প্রায়ই এ ধরনের শামুক ও ঝিনুক পাচারের চেষ্টা হয়। তবে বেশীরভাগ সময়েই পুলিশ ও বন বিভাগের টহল দল দেখে সংগ্রহকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।'
স্থানীয়রা জানান, সুন্দরবনের নদী ও খাল থেকে সংগৃহীত শামুক ও ঝিনুক পশুখাদ্য ও বিভিন্ন কারুশিল্প তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়।


Comments