আগামী ২ দিন কমবে রাতের তাপমাত্রা, তারপর বাড়বে গরম

আগামী ২ দিন কমবে রাতের তাপমাত্রা, তারপর বাড়বে গরম
স্টার ফাইল ফটো | ছবি: কংকন কর্মকার/স্টার

আগামী দুই দিন সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ বুধবার সকালে অধিদপ্তর জানায়, আগামী দুই দিন দেশের আকাশ মূলত মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন সাময়িক বিঘ্ন হতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামী দুই দিন কিছুটা ঠান্ডা থাকতে পারে। তারপর থেকে সারা দেশে গরম বাড়তে শুরু করবে।'

এদিন সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজশাহী ও রংপুর বিভাগ ছাড়া দেশের সব এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ ও সিলেটে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুসারে, আজও সিলেট বিভাগের দুএক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা আছে।

Comments

The Daily Star  | English

Complete reforms in 2yrs after polls

Parties urged in draft July Charter; opinions sought

5h ago