ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩০

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৫৯ জনই ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৮ জন, যাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ২৭ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২১০ জন, যার মধ্যে আট হাজার ৯৪৭ জন পুরুষ ও ছয় হাজার ২৬৩ জন নারী।

Comments

The Daily Star  | English

1 killed in attack on ‘darbar sharif’ in Rajbari

Grave desecrated, corpse exhumed, burnt; govt terms incident ‘abhorrent’, ‘despicable’

3h ago