ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ৩৬৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। তাদের মধ্যে দুইজনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ও একজন চট্টগ্রাম বিভাগে মারা গেছেন।
একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৩০ জন মারা গেলেন। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৩০৯ জনের দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৫৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার বাইরে চিকিৎসাধীন এক হাজার ৪০ জন।
এ বছর চিকিৎসা শেষে মোট ৩১ হাজার ৬৩১ জন রোগী হাসপাতাল ছেড়েছেন। তাদের মধ্যে ২৪ হাজার ৭০ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছিল এবং মোট শনাক্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। তাদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।
Comments