বাংলাদেশে রোগের শীর্ষে উচ্চ রক্তচাপ, দ্বিতীয় অবস্থানে কী

বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) 'হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫'–এ এই তথ্য উঠে এসেছে।

বিবিএস জানায়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে সারা দেশে ৪৭ হাজার ৪০টি খানা (পরিবার) এবং ১ লাখ ৮৯ হাজার ৯৮৬ জন মানুষের ওপর এই জরিপ চালানো হয়। জরিপের আগের ৯০ দিনে প্রতি ১ হাজার মানুষের মধ্যে ৩৩২ জন বা ৩৩ শতাংশ মানুষ কোনো না কোনো রোগে ভুগেছেন।

আজ রোববার আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আনুষ্ঠানিকভাবে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

জরিপের তথ্য অনুযায়ী, দেশের মানুষ সবচেয়ে বেশি ভুগছেন উচ্চ রক্তচাপে। শীর্ষ ১০টি রোগের তালিকায় উচ্চ রক্তচাপের পরেই রয়েছে পেপটিক আলসার। এরপর ক্রমানুসারে রয়েছে ডায়াবেটিস, বাতব্যথা বা আর্থ্রাইটিস, চর্মরোগ, হৃদ্‌রোগ, হাঁপানি বা অ্যাজমা, অস্টিওপোরোসিস (হাড়ক্ষয়), হেপাটাইটিস ও ডায়রিয়া।

জরিপের আগের তিন মাসে দেশে জনপ্রতি গড় চিকিৎসা ব্যয় ছিল ২ হাজার ৪৮৭ টাকা। তবে পুরুষদের তুলনায় নারীদের চিকিৎসা ব্যয় বেশি। জরিপ বলছে, নারীদের ক্ষেত্রে গড় চিকিৎসা ব্যয় ছিল ২ হাজার ৫৭৬ টাকা, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই ব্যয় ২ হাজার ৩৮৭ টাকা।

এ ছাড়া স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রেও নারী-পুরুষের ভিন্নতা দেখা গেছে। পুরুষদের তুলনায় নারীরা সরকারি স্বাস্থ্যসেবা বা সরকারি হাসপাতালের ওপর বেশি নির্ভর করেন বলে জরিপে উঠে এসেছে।

জরিপে ১৫ বছর বা তার বেশি বয়সী মানুষের তামাক ব্যবহারের চিত্রও উঠে এসেছে। এতে দেখা যায়, এই বয়সসীমার ২৬ দশমিক ৭ শতাংশ মানুষ কোনো না কোনো তামাক বা তামাকজাত পণ্য ব্যবহার করেন।

এ ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে তামাক ব্যবহারের প্রবণতা বেশি। গ্রামাঞ্চলে তামাক ব্যবহারের হার ২৭ দশমিক ৭ শতাংশ এবং শহরাঞ্চলে ২৪ দশমিক ১ শতাংশ।

Comments

The Daily Star  | English

National flag-draped coffin of Sharif Osman Hadi reaches Dhaka

Inqilab Moncho spokesperson died in Singapore after being critically injured in a shooting

11m ago