কোথায় পালালেন আসাদ?

বাশার আল-আসাদ
বাশার আল-আসাদ। ছবি: রয়টার্স

বিদ্রোহীদের প্রতিরোধের মুখে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। 

সিরিয়ার জ্যেষ্ঠ দুজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, আসাদ একটি উড়োজাহাজে চড়ে গেছেন। তবে তার গন্তব্য জানা যায়নি।

এ বিষয়ে লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। সেটায় বাশার আল-আসাদ থাকতে পারেন। ওই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়।

আসাদ বর্তমান অবস্থান নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিবিসি।

তবে তার অফিস থেকে এই ধরনের জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে যে, আসাদ এখনো দামেস্কেই কর্মরত আছেন, কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়, আসাদ সত্যি সত্যি দামেস্ক ছেড়ে গেছেন কি না তা নিয়ে সিরিয়াবাসীর মনে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তারা দামেস্ক ও এর বাইরে থেকে ছেড়ে যাওয়া উড়োজাহাজের শিডিউল পর্যবেক্ষণ করছেন।

এর আগে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, দামেস্কের আশপাশে ইস্পাত কঠিন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তবে বাস্তবে সরকারি বাহিনীর এমন কোনো তৎপরতা দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, তারা বিদ্রোহীদের কাছে ধরাশায়ী হয়েছেন।

 

Comments

The Daily Star  | English

'Whether there’s a case or not, bring Awami League criminals under law'

Home Adviser Jahangir issues directive in face of protest from student leaders

31m ago