কানাডার উৎসবের ভিড়ে গাড়ি চালিয়ে দেওয়া ব্যক্তি ‘মানসিক রোগী’

একজন ৩০ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি এই কালো রঙের আউডি এসইউভি গাড়িটি বেপরোয়াভাবে চালিয়ে বহু মানুষকে চাপা দেয়। ছবি: রয়টার্স
একজন ৩০ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি এই কালো রঙের আউডি এসইউভি গাড়িটি বেপরোয়াভাবে চালিয়ে বহু মানুষকে চাপা দেয়। ছবি: রয়টার্স

কানাডার ভ্যাঙ্কুভার শহরে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে 'মানসিক রোগী' বলে অভিহিত করেছে পুলিশ। পাশাপাশি, এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ হয়েছে।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

এর আগে নিহতের সংখ্যা নয় জন বলে জানানো হয়েছিল।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনার জন্য দায়ী সন্দেহভাজন ব্যক্তি একজন মানসিক রোগী। তার মানসিক স্বাস্থ্য সমস্যার পূর্ব ইতিহাস রয়েছে। পুলিশ হুশিয়ারি দিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভ্যাঙ্কুভারের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় একটি ফিলিপিনো স্ট্রিট ফেস্টিভ্যালে ভিড়ের ভেতর ওই সন্দেহভাজন ব্যক্তি গাড়ি উঠিয়ে দিলে ১১ জন নিহত হন। পাশাপাশি, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, তা জানায়নি পুলিশ। পুলিশ বলছে, তারা 'নিশ্চিত' যে এটা সন্ত্রাসী বা জঙ্গি হামলার ঘটনা নয়।

জাতীয় নির্বাচনের একদিন আগের এই ঘটনা কানাডাবাসীদের হতবাক করে দেয়।

পুলিশ প্রধান স্টিভ রাই নিহতের সংখ্যার হালনাগাদ তথ্য জানিয়ে বলেন, ৩০ বছর বয়সী ওই সন্দেহভাজন ব্যক্তি একটি কালো রঙের আউডি এসইউভি গাড়ি বেপরোয়াভাবে চালিয়ে বহু মানুষকে চাপা দেয়।

ভ্যাঙ্কুভারের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান স্টিভ রাই। ছবি: এএফপি
ভ্যাঙ্কুভারের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান স্টিভ রাই। ছবি: এএফপি

তিনি জানান, সন্দেহভাজন ব্যক্তি অতীতেও পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন এবং তিনি বেশ কয়েকবার মানসিক স্বাস্থ্য সেবাদাতাদের শরণাপন্ন হয়েছেন।

স্ট্রিট ফেস্টিভ্যালটি ছিল ফিলিপিনো ঐতিহাসিক বীর দাতু লাপু-লাপুর স্মরণে আয়োজিত একটি বার্ষিক উৎসব। লাপু-লাপু ১৫২১ সালে মাকতান যুদ্ধে স্প্যানিশ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলানকে পরাজিত করেন। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ ২০২৩ সালে ২৭ এপ্রিলকে আনুষ্ঠানিকভাবে লাপু-লাপু ডে হিসেবে স্বীকৃতি দেয়।

উৎসবের মূল অনুষ্ঠান শেষ হওয়ার পরপর যখন মানুষ রাস্তার পাশে খাবার ও সাংস্কৃতিক প্রদর্শনী উপভোগ করছিলেন, তখন একটি এসইউভি গাড়ি দ্রুতগতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। চোখের পলকে উৎসবের আনন্দ বিষাদে পরিণত হয়।

এই ঘটনার পর কান্নাজড়িত কণ্ঠে দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

তিনি বলেন, 'গত রাতে অনেক পরিবার তাদের ভাই, বোন, মা, বাবা, পুত্র ও কন্যা হারিয়েছেন।'

'ওই পরিবারদের জন্য এখন সেটাই বাস্তবতা যা যেকোনো পরিবারের জন্য দুঃস্বপ্ন', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh won’t travel to India for T20 World Cup

The Bangladesh Cricket Board (BCB) has decided not to send the national team to India for the upcoming ICC T20 World Cup, following a directors' meeting today, and has requested the ICC to change the venue.

2h ago