টরেন্টেতো গাইবেন-সম্মাননা নিবেন সাবিনা ইয়াসমিন

সাবিনা ইয়াসমিন। ছবি: সংগৃহীত

কানাডা সফরে যাচ্ছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। টরেন্টোতে অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যালের কনসার্টে প্রবাসীদের গান শোনাবেন বরেণ্য এই কণ্ঠশিল্পী।

আগামী ১৭ মে টরেন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। সেখানে তাকে বিশেষ সম্মাননাও দেওয়া হবে।

এক ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন বলেন, '১৭ মে আপনারা সবাই আসবেন, দেখা হবে, কথা হবে, গান তো হবেই। অপেক্ষায় রইলাম আপনাদের সঙ্গে দেখা হওয়ার।'

আয়োজক সূত্রে জানা গেছে, টরেন্টোতে দ্বিতীয়বারের মতো গান গাইবেন সাবিনা ইয়াসমিন। সেখানে উপস্থিত থাকবেন টরেন্টোর মেয়র।

এর আগে ২০১৭ সালে সেখানে কনসার্ট করেছিলেন সাবিনা ইয়াসমিন।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে সুস্থ হয়ে গানে ফেরার ঘোষণা দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। পরে গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে 'আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব' অনুষ্ঠানে গাইছিলেন এ শিল্পী। গান গাইতে গাইতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে সুস্থ হওয়ার পর ঢাকায় আর কোনো অনুষ্ঠান গান করেননি তিনি।
 

Comments

The Daily Star  | English

Protesting NBR officials observe work abstention

Tax officials nationwide abstained, demanding NBR autonomy and specific reforms

26m ago