হাভার্ডের বিদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে নতুন ব্যবস্থা ট্রাম্প প্রশাসনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এবার আরও কঠোর হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ পদক্ষেপ হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে পড়তে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের আগামী ছয় মাস ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

আজ বৃহস্পতিবার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল ট্রাম্প বলেছেন, হার্ভার্ডে ভর্তি হতে বা পড়তে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীরা মার্কিন ভিসা পাবে না। এর মধ্যে কেউ ভিসা পেয়ে থাকলে তা বাতিল হতে পারে।

'এক্সচেঞ্জ প্রোগ্রামের (বিনিময় কর্মসূচি)' আওতায় হার্ভার্ডে আসা বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

ট্রাম্পের দাবি, শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে—বিশেষত করে হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।

তিনি আরও দাবি করেন, হার্ভার্ড তাদের ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে কোনো উদ্যোগ নেয়নি। বরং তারা উদারপন্থার প্রতি পক্ষপাত দেখিয়েছে।

বুধবার রাতে হোয়াইট হাউসের জারি প্রজ্ঞাপন অনুযায়ী, হার্ভার্ডে নতুন করে কোনো পড়তে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা প্রক্রিয়া ছয় মাসের জন্য 'স্থগিত ও সীমিত' করা হবে। ইতোমধ্যে যারা ভিসা পেয়েছেন, তাদের ভিসা বাতিল হতে পারে।

প্রজ্ঞাপন বলা হয়েছে, 'হার্ভার্ড এমন কিছু কর্মকাণ্ড করেছে, তাতে প্রতিষ্ঠানটি বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।'

অস্ট্রিয়া থেকে আসা হার্ভার্ড শিক্ষার্থী কার্ল মলদেন এএফপিকে বলেন, 'এটা খুবই আপত্তিকর সিদ্ধান্ত। তিনি (ট্রাম্প) নির্বাহী ক্ষমতার অপব্যবহার করে হার্ভার্ডের যতটা ক্ষতি করা সম্ভব, তা করছেন।'

ট্রাম্প প্রশাসনের প্রতিশোধমূলক কার্যক্রম

এর আগে হার্ভার্ডের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের নেওয়া কিছু উদ্যোগ উচ্চ আদালতের হস্তক্ষেপে বাতিল হয়েছে। হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি ও তাদের পাঠদানের অনুমতি বাতিল করতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু তা আটকে দেন এক বিচারক।

হার্ভার্ডের জন্য দেওয়া তিন দশমিক দুই বিলিয়ন ডলারের সরকারি অনুদান ও চুক্তি ইতোমধ্যে বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। তারা বলেছে, ভবিষ্যতেও ক্যামব্রিজ, ম্যাসাচুসেটসভিত্তিক প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো তহবিল পাবে না।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ছবি: এএফপি
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ছবি: এএফপি

ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের পাঠ্যক্রম, কর্মী নিয়োগ, শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া ও অন্যান্য কিছু বিষয়ের ওপর নজরদারি প্রক্রিয়া চালু করতে চেয়েছিল। তবে এতে রাজি হয়নি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি। এরপর থেকেই হার্ভার্ড নানা ঝামেলায় পড়তে শুরু করে।

হার্ভার্ডের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ২৭ শতাংশ শিক্ষার্থীই বিদেশি। এসব শিক্ষার্থী হার্ভার্ডের আয়ের বড় উৎস।

মূলত তাদের লক্ষ্যবস্তু করেই ট্রাম্প প্রশাসন নানা পদক্ষেপ নিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন, 'মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী মতে হার্ভার্ডের যে অধিকার আছে, এই উদ্যোগে সেটার লঙ্ঘন হয়েছে। হার্ভার্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়া অব্যাহত রাখবে।'

Comments

The Daily Star  | English

AL attack on NCP rally venue: Four killed as violence grips Gopalganj

At least four people were killed and dozens injured in daylong running battles between law enforcers and Awami League followers in Gopalganj yesterday.

6h ago