মুক্তি পেল টেইলর সুইফটের ‘দ্য লাইফ অব আ শোগার্ল’

পপ তারকা টেইলর সুইফট। ফাইল ছবি: রয়টার্স
পপ তারকা টেইলর সুইফট। ফাইল ছবি: রয়টার্স

বিশ্বজুড়ে সুইফটিদের অপেক্ষার পালা শেষ হলো অবশেষে। হালের জনপ্রিয় পপ তারকা টেইলর অ্যালিসন সুইফটের দ্বাদশ অ্যালবাম রিলিজ পেয়েছে।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ১ মিনিট) মুক্তি পেয়েছে টেইলর সুইফটের বহুল প্রতীক্ষিত অ্যালবাম 'দ্য লাইফ অব আ শোগার্ল'।

এর আগে ১২ আগস্ট রাত ১২টা বেজে ১২ মিনিটে টেইলর ভক্তদের (সুইফটিজ নামে পরিচিত) আনন্দে ভাসিয়ে ১২তম অ্যালবাম রিলিজের ঘোষণা দেন।

এই অ্যালবামে তার সঙ্গে কাজ করেছেন প্রযোজক শেলব্যাক ও ম্যাক্স মার্টিন। ম্যাক্স এর আগে টেইলরের 'ব্যাড ব্লাড' ও 'শেইক ইট অফ' এর মতো জনপ্রিয় গান প্রযোজনা করেছেন। পাশাপাশি ব্যাকস্ট্রিট বয়েজ ও কেলি ক্লার্কসনের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতাও আছে ম্যাক্সের।

প্রতিবেদন মতে, নতুন অ্যালবামের ১২টি গানে রয়েছে সাবলীল পপ ও ব্যালাডের ধাঁচ। সব মিলিয়ে এর দৈর্ঘ্য মাত্র ৪২ মিনিট, যা টেইলরের সাম্প্রতিক অ্যালবামগুলোর তুলনায় বেশ ছোটই বলা যায়।

তবে এর আগের 'টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট' অ্যালবাম রিলিজের কয়েক ঘণ্টা পর ভক্তদের তাক লাগিয়ে এর দ্বিতীয় খণ্ড প্রকাশ করেছিলেন টেইলর। এবারও ভক্তদের সে রকম কোনো 'সারপ্রাইজ' আসছে কী না, তা নিয়ে ইতোমধ্যে নেটিজেনরা আলোচনায় মেতে উঠেছেন। 

টেইলর সুইফটের অ্যালবাম  লঞ্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সুইফটিরা। ছবি: এএফপি
টেইলর সুইফটের অ্যালবাম লঞ্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সুইফটিরা। ছবি: এএফপি

কিছুদিন আগেই ট্র্যাভিস কেলসির সঙ্গে বাগদান সেরেছেন টেইলর। কেলসি'র পডকাস্ট 'নিউ হাইটস' এ এসে টেইলর এই অ্যালবামের সবগুলো গানকেই 'উল্লেখযোগ্য' বলে উল্লেখ করেন। তিনি অ্যালবাম বিষয়ে বলেন, 'আমি এরকম একটি অ্যালবাম অনেক, অনেক দিন ধরে তৈরি করতে চেয়েছিলাম।'

মনস্টার এরাস লাইভ ট্যুর চলার সময় পর্দার আড়ালে যেসব ঘটনা ঘটছিল টেইলরের জীবনে, তার একটি বড় প্রভাব এই অ্যালবামে আছে বলেও তিনি জানান।

নতুন অ্যালবাম থেকে তার প্রত্যাশা কি, এই প্রশ্নের জবাবে টেইলর বলেন, 'আমি চাই এই অ্যালবামের গানগুলো এতোটাই সুরেলা হবে যে আপনার নেশার মতো হয়ে যাবে আর এই নেশা থেকে বের হতে না পেরে আপনি রেগে যাবেন।'

টেইলর সুইফটের নতুন অ্যালবামের কভার। ছবি: টেইলর সুইফটের সোশাল মিডিয়া
টেইলর সুইফটের নতুন অ্যালবামের কভার। ছবি: টেইলর সুইফটের সোশাল মিডিয়া

অ্যালবামের প্রথম গানের নাম 'দ্য ফেইট অব ওফেলিয়া'। এই গানে কালজয়ী ইংরেজ সাহিত্যিক উইলিয়াম শেকসপিয়ারের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।

'লাইফ অব আ শোগার্ল' অ্যালবামের সবগুলো গানের গীতিকার ও প্রযোজক হিসেবে টেইলর, ম্যাক্স মার্টিন ও শেলব্যাকের নাম উল্লেখ করা হয়েছে। অ্যালবামের শেষ গানটির নাম অ্যালবামের নামে আর এতে টেইলরের সঙ্গে সহ শিল্পী হিসেবে আছেন অপর জনপ্রিয় পপ তারকা সাবরিনা কারপেন্টার।

অ্যালবামের ১২টি গান:

  • দ্য ফেইট অব ওফেলিয়া
  • এলিজাবেথ টেইলর
  • ওপালাইট
  • ফাদার ফিগার
  • এলডেস্ট ডটার
  • রুইন দ্য ফ্রেন্ডশিপ
  • অ্যাকচুয়ালি রোমান্টিক
  • উইশ লিস্ট
  • উড
  • ক্যানসেলড
  • হানি
  • দ্য লাইফ অব আ শোগার্ল (ফিচারিং সাবরিনা কার্পেন্টার)

স্পটিফাইসহ অন্যান্য স্ট্রিমিং সেবায় ইতোমধ্যে অ্যালবামের গানগুলো শোনা যাচ্ছে।

Comments

The Daily Star  | English

Victory day today: A nation born out of blood and grit

The tide of war had turned by mid-December in 1971. The promise of freedom was no longer a dream. It had hardened into tangible certainty.

8h ago