যুক্তরাজ্যে টেইলর সুইফট ইয়োগা ও নাচের কর্মশালায় ছুরি হামলায় নিহত ২ শিশু

ছুরি হামলার পর পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞরা পুরো এলাকা ঘিরে ফেলে। ছবি: এএফপি
ছুরি হামলার পর পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞরা পুরো এলাকা ঘিরে ফেলে। ছবি: এএফপি

যুক্তরাজ্যের লিভারপুলের কাছে অবস্থিত সাউথপোর্ট শহরে শিশুদের নাচের কর্মশালায় ছুরি হামলায় দুই শিশু নিহত হয়েছে।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বিবিসি ও ডয়চে ভেলে।

টেইলর সুইফটের মতো নাচতে শেখানোর এই কর্মশালার সাত শিশুসহ আহত হয়েছেন আরও নয়জন।

দুই বয়স্ক ব্যক্তি শিশুদের বাঁচাতে গিয়ে আহত হন। আহত ছয়জনের অবস্থাই আশঙ্কাজনক।

সোমবার লিভারপুলের কাছে সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিটে টেলর সুইফট ইয়োগা ও নাচের কর্মশালায় এ হামলার ঘটনা ঘটে। ৬ থেকে ১০ বছরের শিশুদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া কিশোর ল্যাঙ্কাশায়ারে ব্যাঙ্কস এলাকার বাসিন্দা। হত্যা ও হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিখ্যাত মার্কিন পপ তারকা টেইলর সুইফট। ছবি: সংগৃহীত
বিখ্যাত মার্কিন পপ তারকা টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

পুলিশ জানিয়েছে, এই আক্রমণের পিছনে কোনো জঙ্গিগোষ্ঠীর হাত আছে বলে তারা মনে করছে না। অন্য কাউকে সন্দেহও করা হচ্ছে না। তবে কেন ওই ১৭ বছরের বালক এই ঘটনা ঘটালো, তা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, এখনই তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে স্থানীয় কমিউনিটি সেন্টারে নাচের এবং যোগ ব্যায়ামের ক্লাস চলছিল। হঠাৎ তারা একজনকে সেখান থেকে ছুটে বেরিয়ে যেতে দেখে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছায়। চিকিৎসকেরা প্রাথমিকভাবে জানিয়েছিলেন, ঘটনায় আটজন আহত হয়েছেন। পুলিশ পরে জানায়, নয়টি শিশু আহত হয়েছে।

মার্সিসাইড পুলিশের চিফ কনস্টেবল সেরেনা কেনেডি সংবাদ সম্মেলনে বলেন, 'একটি বিদ্যালয়ে শিশুরা টেইলর সুইফট থিম নাচের কর্মশালায় অংশ নেয়। এ সময় হামলাকারী ছুরি হাতে বিদ্যালয় চত্বরে প্রবেশ করে এবং শিশুদের আঘাত করতে শুরু করে।'

একজন প্রত্যক্ষদর্শী ঘটনাটিকে 'ভয়ংকর' বলে অভিহিত করেন। তিনি বলেন, এমন ঘটনা তারা কখনো দেখেননি।

হামলার ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

Comments

The Daily Star  | English

Complete reforms in 2yrs after polls

Parties urged in draft July Charter; opinions sought

6h ago