শাটডাউন: আইনপ্রয়োগকারী সংস্থার কর্মীদের বেতনের বিকল্প উৎস খুঁজছে ট্রাম্প প্রশাসন

শাটডাউনের কারণে বেতন না পেলেও কাজ চালিয়ে যেতে বাধ্য হন ফেডারেল আইনও প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। ফাইল ছবি: রয়টার্স
শাটডাউনের কারণে বেতন না পেলেও কাজ চালিয়ে যেতে বাধ্য হন ফেডারেল আইনও প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির দ্বন্দ্ব দুই সপ্তাহে পা দিয়েছে।

শিগগির এই অচলাবস্থা দূর হওয়ার সম্ভাবনা না থাকায় ট্রাম্প প্রশাসন জরুরি সেবা হিসেবে বিবেচিত আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বেতনের বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয়েছে।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি।

বেতনের বিকল্প উৎস

ডেমোক্র্যাটদের দাবিতে কান না দিয়ে প্রশাসনকে ফেডারেল সরকারের খরচ জোগানোর বিকল্প উপায় খুঁজতে বলেছেন ট্রাম্প।

রোববার হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সচিব ক্রিস্টি নোয়েম জানান, তার বিভাগে কিছু 'অভিনব' সমাধান খুঁজে পেয়েছে। যার ফলে কোস্ট গার্ডের সদস্যদের বেতন অব্যাহত থাকবে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি নোয়েম।

ট্রাম্পের সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম। ফাইল ছবি: এএফপি
ট্রাম্পের সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম। ফাইল ছবি: এএফপি

পাশাপাশি, সরকারি কর্মকর্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি অব্যাহত রাখার জন্যেও কর্মীদের বেতনের বিকল্প উৎস খুঁজে বের করতে উঠে পড়ে লেগেছেন।

নারী ও শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করে এমন একটি কর্মসূচি এর অন্তর্ভুক্ত।

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে পেন্টাগনের জন্য বরাদ্দ তহবিল থেকে সেনাবাহিনীর সদস্যদের বেতন দেওয়া হবে।

আইন প্রয়োগকারী সংস্থার সব কর্মকর্তার বেতন দিতে কি পরিমাণ অর্থ প্রয়োজন, সেটা স্পষ্ট নয়।

ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয়ের (ওএমবি) মুখপাত্র বিবিসির এক প্রশ্নের জবাবে জানান, তারা পেমেন্ট নিশ্চিত করতে বিকল্প উৎস খুঁজছেন।

সামরিক বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারাও 'জরুরি' সেবাদাতা হিসেবে বিবেচিত এবং সরকারের প্রত্যাশা, বেতন না পেলেও তারা কাজ চালিয়ে যাবেন।

এ ধরনের সংস্থার মধ্যে আছে এফবিআই, মাদকদ্রব্য প্রয়োগ প্রশাসন (ডিইএ) এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।

শনিবার ট্রাম্প ট্রুথ সোশালে পোস্ট করে বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে 'সব ধরনের তহবিল' ব্যবহার করে ১৫ অক্টোবরের মধ্যে সামরিক বাহিনীর সকল সদস্যের বেতন পাওয়া নিশ্চিত করতে।

তবে কোন উৎস থেকে অর্থ আসবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প।

ওএমবি'র মুখপাত্র বিবিসিকে জানান, প্রতিরক্ষা বিষয়ক গবেষণা ও উন্নয়নের জন্য বরাদ্দ করা তহবিল থেকে বেতন দেওয়া হবে। এই তহবিল দুই বছর কাজে লাগানো যাবে।

অষ্টম উদ্যোগ ব্যর্থ

গতকাল মঙ্গলবার আরও একবার ফেডারেল বাজেট পাস করার জন্য সিনেটে ভোটের আয়োজন করা হয়। চলতি বাজেটের অনুমোদন নেওয়ার জন্য এটা ছিল অষ্টম উদ্যোগ।

এবার রিপাবলিকানদের প্রস্তাবিত বাজেটের বিপক্ষে ৪৯ ও পক্ষে ৪৫ ভোট পড়ে। যার ফলে বাজেটটি পাস হয়নি।

শাটডাউনের মধ্যে বন্ধ আছে অনেক সরকারি যাদুঘর। ছবি: রয়টার্স
শাটডাউনের মধ্যে বন্ধ আছে অনেক সরকারি যাদুঘর। ছবি: রয়টার্স

শাটডাউন শুরুর পর থেকে ফেডারেল সরকারের কর্মীদের মধ্যে মোট ৪০ শতাংশের বেতন বিলম্বিত হয়েছে অথবা তাদেরকে বেতন না দিয়ে ছুটিতে পাঠানো হয়েছে। সংখ্যায় তারা সাড়ে সাত লাখের মতো।

এখন পর্যন্ত সাত দপ্তর থেকে চার হাজার কর্মী ছাঁটাই করেছে প্রশাসন।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হুঁশিয়ারি দিয়েছেন, শাটডাউন অব্যাহত থাকলে পরিস্থিতি 'মর্মান্তিক' হয়ে উঠবে এবং আরও অনেকের চাকরি চলে যাবে।

Comments

The Daily Star  | English

House rent allowance for MPO teachers raised to 15%, effective in two phases

7.5% house rent allowance from Nov 1, rising to 15% from July 1 next year

46m ago