‘বিদ্রোহী ডেমোক্র্যাটদের’ কাঁধে চেপে ৪০ দিনের অচলাবস্থা কাটালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে ৪০ দিন ধরে চলছে কেন্দ্রীয় সরকারের 'শাটডাউন'। বাজেট বিল নিয়ে দুই প্রধান রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি ও ডেমোক্র্যাট পার্টির মতভেদের কারণে এই অচলাবস্থা দেখা দেয়।
অবশেষে শত্রু শিবির থেকে লোক 'ভাগিয়ে এনে' কার্যসিদ্ধি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডেমোক্র্যাট পার্টির হাতে গোনা কয়েকজন সিনেটর দলের অবস্থান থেকে সরে রিপাবলিকান পার্টির সঙ্গে একাত্মতা প্রকাশ করায় নতুন রেকর্ড সৃষ্টিকারী এই শাটডাউন নিরসন হতে চলেছে।
আজ সোমবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।
সরকারি ব্যয়ের বাজেট পাস নিয়ে দীর্ঘ এ অচলাবস্থার কারণে বহু সরকারি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। বিশেষ করে দেশটিতে উড়োজাহাজ চলাচল দারুণভাবে বিঘ্নিত হচ্ছে।
গতকাল রোববার সিনেটে শাটডাউন বন্ধের প্রথম ধাপ হিসেবে নিয়মতান্ত্রিক ভোটে হাউস বিলটি পাস হয়েছে। সাত ডেমোক্র্যাটিক সিনেটরের ভোটসহ ন্যুনতম ৬০ ভোট পেয়ে বিলটি পাস হয়। ১০০ সদস্যের সিনেটে এই বিলের বিপক্ষে ভোট পড়ে ৪০টি।
সিনেটরদের ভোটে পাস হওয়া বিলটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তহবিল নিশ্চিত করবে। পাশাপাশি, পরবর্তী তিন অর্থবছরের জন্য প্রস্তাবিত বরাদ্দ বিলের প্যাকেজও এর সঙ্গে যুক্ত করা হয়েছে।
স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্যসহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপড়েনের পর আইনপ্রণেতারা আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখতে এই অস্থায়ী চুক্তিতে সম্মতি দেন।
তবে সিনেটে বিল পাস হলেও সরকারের অচলাবস্থা পুরোপুরি কাটতে এখনো কিছু কাজ বাকি আছে।
সিনেটে পাস হওয়া এই বিল এখন মার্কিন আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে যাবে। বর্তমান মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। সেখানে বিলটি পাস হলে প্রেসিডেন্টের অনুমোদনের জন্য তা ট্রাম্পের কাছে পাঠানো হবে। ট্রাম্প সই করতে বিলটি চূড়ান্ত হবে।
বিদ্রোহী ডেমোক্র্যাট সিনেটর
এই চুক্তিকে এগিয়ে নিতে দলের নেতৃত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন সাত ডেমোক্র্যাট সিনেটর।
তাদের সঙ্গে একজন স্বতন্ত্র সিনেটরও বিলের পক্ষে ভোট দেন।
ওই সাত ডেমোক্র্যাট সিনেটররা হলেন নেভাদার ক্যাথরিন কর্তেজ মাস্তো, ইলিনয়ের ডিক ডারবিন, পেনসিলভেনিয়ার জন ফেটারম্যান, নিউ হ্যাম্পশায়ারের ম্যাগি হাসান, ভার্জিনিয়ার টিম কেইন, নেভাদার জ্যাকি রোজেন ও নিউ হ্যাম্পশায়ারের জিন শাহিন। স্বতন্ত্র সিনেটর হলেন মেইনের অ্যাঙ্গাস কিং।
বিদ্রোহী সিনেটররা বিলটিকে সামনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
ট্রাম্পের জয়
ভোটের আগে হোয়াইট হাউসে গণমাধ্যমের উদ্দেশে ট্রাম্প বলেন, 'মনে হচ্ছে তারা শাটডাউন নিরসনের খুব কাছে পৌঁছে গেছেন।'
বিবিসির বিশ্লেষণে এই বিলকে রিপাবলিকান পার্টি ও ট্রাম্পের 'বিজয়' হিসেবে দেখানো হয়েছে।
এর আগে ডেমোক্র্যাটিক পার্টির নেতারা দাবি করেছিলেন, কংগ্রেস লাখো মার্কিনীদের স্বাস্থ্যবিমার অর্থায়নের ব্যবস্থা না করা পর্যন্ত তারা কেন্দ্রীয় সরকারের নতুন অর্থায়ন বিলে সম্মতি দেবেন না।
উল্লেখ্য, সর্বশেষ বাজেটে স্বাস্থ্য বিমার অর্থায়ন বাতিলের সুপারিশ করা হয়েছিল।
তবে সদ্য পাস হওয়া বিলে বিদ্যমান স্বাস্থ্যবিমা সুবিধার মেয়াদ বাড়ানোর পক্ষে সিনেটে 'ভোটের' প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে আদৌ রিপাবলিকানরা সম্মতি দেবেন কি না, সে বিষয়ে কোনো সমঝোতা হয়নি। উল্লেখ্য, ওই প্রস্তাব পাস হতেও সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের ভোট প্রয়োজন।
বিল পাস হওয়ায় ডেমোক্র্যাটিক পার্টির একাধিক জ্যেষ্ঠ নেতা অসন্তোষ প্রকাশ করেছেন।
অনেকে সিনেটে ডেমোক্র্যাটিক পার্টির নেতা চাক শুমারের পদত্যাগ দাবি করেছেন।


Comments