বিহারের নির্বাচনে ভোটগণনা শুরু, ১২ আসনে এগিয়ে বিজেপি জোট

বিহারে উৎসবমুখর পরিবেশে ৬ ও ১১ নভেম্বর বিধানসভা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। ছবি: রয়টার্স
বিহারে উৎসবমুখর পরিবেশে ৬ ও ১১ নভেম্বর বিধানসভা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। ছবি: রয়টার্স

ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে।

বুথ ফেরত জরিপ ও অন্যান্য পূর্বাভাস বলছে, দেশটির দরিদ্রতম রাজ্যের অন্যতম বিহারে আবারও ক্ষমতায় আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও নীতীশ কুমারের দল জেডিইউ এর নেতৃত্বাধীন এনডিএ জোট।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম দ্য হিন্দু।

আজ স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শুরুতে ডাকযোগে আসা ভোটগুলো গণনা করা হয়েছে । এরপর সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের ভোট গণনা শুরু হয়।

প্রাথমিক গণনায় ১২টি আসনে বিজেপি-জেডিইউ পার্টির এনডিএ জোট এগিয়ে আছে বলে জানা গেছে। চার আসনে এগিয়ে আছে কংগ্রেস ও শরিক দল। 

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) বিহারের ২৪৩টি আসনে ভোট গণনার কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে।

এবার বিহারে দুই দফার ভোটে ৬৭ দশমিক ১৩ শতাংশ ভোটার উপস্থিতির নতুন রেকর্ড তৈরি হয়েছে।  

২৪৩ জন রিটার্নিং অফিসার (আরও) ভোট গণনায় অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে ২৪৩ জন পর্যবেক্ষক, প্রার্থী নিজে অথবা তার প্রতিনিধিও উপস্থিত থাকছেন।

ইসিআই জানিয়েছে, ২৪৩ ভোটকেন্দ্রের কোনোটিতে কোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, যা সাম্প্রতিক সময়ের বিচারে নজিরবিহীন ও ইতিবাচক।

যথাযথ নিরীক্ষার পর কোনো কেন্দ্রেই পুনঃভোটের আদেশ দেওয়া হয়নি বলেও জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। 

গত ৬ ও ১১ নভেম্বর দুই দফায় বিহারের বিধানসভা নির্বাচনের ভোট শেষ হয়।

সর্বশেষ তথ্য মতে, বিহারে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৭ কোটি ৪২ লাখ। তাদের মধ্যে ৩ কোটি ৯২ লাখ পুরুষ ও ৩ কোটি ৫০ নারী ভোটার আছে।

প্রথম পর্যায়ে ভোটার উপস্থিতি ৬৫ দশমিক ০৮ শতাংশ ও দ্বিতীয় পর্যায়ে ৬৮ দশমিক ৭৫ শতাংশ ছিল। 

গত মঙ্গলবার দ্বিতীয় দফার ভোটগ্রহণের পর নয়টি বুথ ফেরত সমীক্ষার ফলে বিজেপি জোটের বিজয়ের পূর্বাভাস পাওয়া যায়।

দৈনিক ভাস্কর, ডিভি রিসার্চ, জেভিসি, ম্যাটরিজ, পি মার্গ, টিআইএফ রিসার্চ বলছে, বিজেপি জোটের আসন ১৩৫ থেকে ১৬৭-র মধ্যে থাকবে। মহাজোট পেতে পারে ৭০ থেকে ১০১টি আসন।

শুধু চাণক্য স্ট্র্যাটেজিস বলেছে মহাজোট ১০০ থেকে ১০৮টি আসন পেতে পারে। আর এনডিএ পেতে পারে ১৩০ থেকে ১৩৮টি।

আজ দিনভর ভোটগণনা চলবে।

Comments