বিহারে বুথ ফেরত জরিপে বিজেপি জোটের জয়ের আভাস

বিহারে বুথ ফেরত জরিপ বলছে, বিজেপি জোট বিধানসভা নির্বাচনে জিতবে। ছবি: ডয়চে ভেলে
বিহারে বুথ ফেরত জরিপ বলছে, বিজেপি জোট বিধানসভা নির্বাচনে জিতবে। ছবি: ডয়চে ভেলে

ভারতের বিহার রাজ্যে আবারও ক্ষমতায় আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও নীতীশ কুমারের দল জেডিইউ এর নেতৃত্বাধীন এনডিএ জোট।

মঙ্গলবার দ্বিতীয় দফার ভোটগ্রহণের পর নয়টি বুথ ফেরত সমীক্ষার সবকটিই বলছে, বিজেপি জোট বিধানসভা নির্বাচনে জিতবে।

আরজেডি-কংগ্রেস-বাম ও অন্যদের মহাজোট এবারও ক্ষমতায় আসতে পারবে না।

প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টিও তাদের প্রথম নির্বাচনে একেবারেই ভালো ফল পাচ্ছে না। তারা খুব বেশি হলে একটি আসনে জিততে পারে বলে আভাস পাওয়া গেছে।

ভারতের বিধানসভা নির্বাচনের অতীত অভিজ্ঞতা বলছে, বুথ ফেরত জরিপ বা 'এক্সিট পোল' যে পূর্বাভাস দেয় তা অনেক সময় বাস্তবতার সঙ্গে মেলে না।

গত বিধানসভা নির্বাচনেও এক্সিট পোলগুলো যা বলেছিল, তার থেকে অনেক বেশি আসন পেয়েছিল মহাজোট।

এবার দৈনিক ভাস্কর, ডিভি রিসার্চ, জেভিসি, ম্যাটরিজ, পি মার্গ, টিআইএফ রিসার্চ বলছে, বিজেপি জোটের আসন ১৩৫ থেকে ১৬৭-র মধ্যে থাকবে। মহাজোট পেতে পারে ৭০ থেকে ১০১টি আসন।

শুধু চাণক্য স্ট্র্যাটেজিস বলেছে মহাজোট ১০০ থেকে ১০৮টি আসন পেতে পারে। আর এনডিএ পেতে পারে ১৩০ থেকে ১৩৮টি।

বিহারে ভোটগণনা হবে ১৪ নভেম্বর।

এনডিটিভি, পিটিআই

Comments

The Daily Star  | English

NCP leader Jannat sought police protection a month before death

Repeated threats and harassment led her to file complaint in November

42m ago