‘এআই বুদবুদ’ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন গুগলপ্রধান সুন্দর পিচাই

ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার বড় হচ্ছে। যদি এতে হঠাৎ পতন দেখা দেয়, তবে এর প্রভাব শুধুমাত্র এই সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোতেই সীমাবদ্ধ থাকবে না, অন্যান্য প্রতিষ্ঠানেও প্রভাব পড়বে।

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান সুন্দর পিচাই বিবিসিকে জানিয়েছেন, যদি এআইয়ের বুদবুদ ফেটে যায়, তাহলে কোনো প্রতিষ্ঠানই এর প্রভাব থেকে রক্ষা পাবে না।

বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এআই প্রযুক্তিতে বিনিয়োগের বর্তমান উত্থান 'অসাধারণ' বিষয়। তবে এর মধ্যে কিছুটা 'অযৌক্তিকতাও' রয়েছে।

গত কয়েক মাসে এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের মূল্য খুব দ্রুত বেড়ে যাওয়ায় এবং প্রতিষ্ঠানগুলো এতে বড় বিনিয়োগ করার কারণে সিলিকন ভ্যালি ও অন্যান্য জায়গায় 'বুদবুদ' তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

করপোরেট ফাইন্যান্স ইনস্টিটিউট বলছে, যখন সম্পদের দাম তার স্বাভাবিক বাজারমূল্যের চেয়ে অনেক বেশি বেড়ে যায়, তখন বাজারে বুদবুদ তৈরি হয়।

গুগল কি এই প্রভাব থেকে রক্ষা পাবে—এ প্রসঙ্গে পিচাই বলেন, গুগল হয়তো সামলাতে পারবে, তবে সতর্কবার্তাও দেন।

তিনি বলেন, 'আমার মনে হয় কোনো প্রতিষ্ঠানই এই প্রভাবের বাইরে থাকবে না, এমনকি আমরাও না।' 

সাক্ষাৎকারে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলোর সঠিকতা, চাকরির ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, যুক্তরাজ্যে বিনিয়োগ ইত্যাদি নিয়ে কথা বলেছেন। 

গত সাত মাসে অ্যালফাবেটের শেয়ারের মূল্য দ্বিগুণ হয়ে সাড়ে তিন ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। বাজারে এমন বিশ্বাস তৈরি হয়েছে যে গুগল চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।

একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অ্যালফাবেট এআইয়ের জন্য বিশেষ চিপ তৈরি করছে যা এনভিডিয়ার সঙ্গে প্রতিযোগিতা করছে। সম্প্রতি এনভিডিয়ার বাজারমূল্য পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

কিছু বিশ্লেষক বলেছেন, ওপেনএআইয়ের সঙ্গে ১ দশমিক ৪ ট্রিলিয়নের বড় চুক্তি অনেক বেশি উচ্চাভিলাষী, কারণ এ বছর এর আয় বিনিয়োগের তুলনায় অনেক কম হবে। 

সুন্দর পিচাই বলেন, এ ধরনের বিনিয়োগের ফাঁদে পড়ে কখনো কখনো প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত টাকা খরচ করে ফেলতে পারে।

তিনি আরও বলেন, 'ইন্টারনেটের সময়ও অতিরিক্ত বিনিয়োগ হয়েছিল। তবে কেউ প্রশ্ন করেনি ইন্টারনেট গুরুত্বপূর্ণ ছিল কি না। এআইও একই রকম হবে। এটি যৌক্তিক। তবে এতে কিছুটা অযৌক্তিকতাও আছে।'

পিচাই বলেন, এআই আমাদের পরিচিত কাজের ধরনকেও প্রভাবিত করবে। তিনি এই প্রযুক্তিকে মানবজাতির তৈরি 'অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি' হিসেবে বর্ণনা করেছেন। 

তিনি বলেছেন, 'আমাদের সামাজিক বিশৃঙ্খলা মোকাবিলা করতে হবে, তবে এটি নতুন সুযোগও তৈরি করবে।'

'এটি কিছু নির্দিষ্ট চাকরিতে বিবর্তন এবং পরিবর্তন আনবে, এবং মানুষকে এর সঙ্গে মানিয়ে নিতে হবে,' বলেন তিনি। যারা এআইয়ের সাথে খাপ খাইয়ে নেবে তারা 'আরও ভালো করবে'।

তিনি আরও বলেন, 'আপনি শিক্ষক হোন বা ডাক্তার, সব পেশাই থাকবে, কিন্তু প্রতিটি পেশায় যারা এই প্রযুক্তি ব্যবহার করতে শিখবে, তারাই সফল হবে।'
 

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

4h ago