হ্যাকিংয়ের শিকার গুগল: ঝুঁকিতে ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারী

প্রতিকী: হ্যাকিং করছেন হ্যাকার। ছবি: রয়টার্স

গুগলের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের তথ্যফাঁসের ঘটনায় ঝুঁকিতে পড়েছেন প্রায় ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারী।

আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডেইলি মেইলের বরাতের জানা গেছে, হ্যাকার গ্রুপ 'শাইনি হান্টারস' গুগলের একটি গুরুত্বপূর্ণ তথ্যভান্ডারে প্রবেশ করে বিপুল পরিমাণ ব্যবসায়িক নথি ও গ্রাহকের তথ্য চুরি করেছে।

কীভাবে ঘটল এই হ্যাকিং?

গত জুনে গুগলের এক কর্মীকে বিভ্রান্ত করে হ্যাকাররা সেলসফোর্স ক্লাউড প্ল্যাটফর্মে প্রবেশ করে। এরপর গোপনে তারা ব্যবসায়িক নথি, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম এবং জিমেইল ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেয়। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২৫০ কোটি রেকর্ড ঝুঁকিতে পড়েছে।

চুরি হওয়া তথ্য ব্যবহার করে হ্যাকাররা এখন গুগল কর্মী সেজে ব্যবহারকারীদের কাছে ভুয়া ই-মেইল ও ফোনকল করছে। তারা নিরাপত্তা কোড বা লগইন তথ্য সংগ্রহের চেষ্টা করছে। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ৬৫০ এরিয়া কোড ব্যবহার করে কল আসছে এবং অ্যাকাউন্ট রিসেটের জন্য চাপ দেওয়া হচ্ছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জেমস নাইট বলেন, 'এই তথ্যফাঁসের পর ফিশিং আক্রমণ দ্রুত বেড়েছে। ব্যবহারকারীরা যেন ফোনকল বা ই-মেইলে প্রাপ্ত কোনো অনুরোধে আস্থা না রাখেন।'

ব্যবহারকারীর করণীয়

বিশেষজ্ঞদের মতে, যেকোনো প্রতারণা থেকে বাঁচতে ব্যবহারকারীদের উচিত অবিলম্বে—

  • পাসওয়ার্ড পরিবর্তন ও শক্তিশালী করা,
  • সিকিউরিটি চেকআপ চালু করা,
  • অ্যাডভান্সড প্রটেকশন প্রোগ্রাম ব্যবহার করা,
  • এবং সম্ভব হলে পাসওয়ার্ডের পরিবর্তে পাসকি ব্যবহার করা উচিত।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের পাসওয়ার্ড নিরাপদ রয়েছে, তবে তারা ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টসংখ্যা প্রকাশ করেনি।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

7h ago