ভারতে এআই খাতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল 

হায়দ্রাবাদে গুগলের কার্যালয়। ফাইল ছবি: রয়টার্স
হায়দ্রাবাদে গুগলের কার্যালয়। ফাইল ছবি: রয়টার্স

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে একটি এআই ডেটা সেন্টার স্থাপন করবে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এই উদ্যোগের অংশ হিসেবে পাঁচ বছরে দেশটিতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮৩ হাজার কোটি টাকার সমতুল্য।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

এটাই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত সম্মেলনে ভারতের তথ্য-প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ও অর্থমন্ত্রী যোগ দেন।

যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় এআই বিনিয়োগ

সেখানে গুগলের ক্লাউড সেবার প্রধান নির্বাহী কর্মকর্তা টমাস কুরিয়ান বলেন, অন্ধ্রও প্রদেশের ডেটা সেন্টারটি যুক্তরাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠানটির 'সবচেয়ে বড় এআই হাব' হতে যাচ্ছে।

কুরিয়ান বলেন, 'আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য ভারতের এআই খাতকে দ্রুত সামনে এগিয়ে নিয়ে যাওয়া।'

চলতি বছরে ডেটা সেন্টার নির্মাণে বিশ্বজুড়ে ৮৫ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য হাতে নিয়েছে গুগল।

জার্মানিতে গুগলের কয়াউড ডেটাসেন্টার। ফাইল ছবি: রয়টার্স
জার্মানিতে গুগলের কয়াউড ডেটাসেন্টার। ফাইল ছবি: রয়টার্স

শুধু গুগল নয়, বিশ্বের বেশিরভাগ বড় প্রযুক্তি প্রতিষ্ঠান দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এআই সেবা নিরবচ্ছিন্ন রাখতে এ ধরনের অবকাঠামোগত বিনিয়োগে মনোযোগ দিয়েছে। প্রতিদ্বন্দ্বীদের থেকে এক ধাপ এগিয়ে থাকাও এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বন্দর নগরী বিশাখাপত্তনম-এ ডেটা সেন্টার ক্যাম্পাসে শুরুতে ১ গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। পরে কার্যকারিতা ও প্রয়োজন অনুযায়ী এটা বাড়ানো হতে পারে।

নয়াদিল্লি-ওয়াশিংটন অস্থিরতা

এমন সময় গুগল এই ঘোষণা দিয়েছে যখন নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে শুল্ক ও বাণিজ্য চুক্তির স্থবিরতা নিয়ে কূটনীতিক টানাপড়েন চলছে। ভারতের প্রধানমন্ত্রী মোদির এক কালের 'ডিয়ার ফ্রেন্ড' ট্রাম্প ও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের এই অস্থিতিশীল পরিস্থিতির মোকাবিলায় মোদি সব ধরনের বিদেশি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন।

ভারতের পণ্য আমদানিতে ট্রাম্পের আরোপ করা ৫০ শতাংশ শুল্কের প্রতিবাদে মার্কিন প্রতিষ্ঠান ও পণ্য বর্জনের ডাক দিচ্ছেন ভারতীয় ব্যবসায়ী ও মোদির সমর্থকরা। বিশ্লেষকদের মতে, তারা মার্কিন-বিরোধী আবেগ থেকে ফায়দা লোটার চেষ্টা করছেন।

ভারতের প্রধানমন্ত্রী মোদি। ফাইল ছবি: রয়টার্স
ভারতের প্রধানমন্ত্রী মোদি। ফাইল ছবি: রয়টার্স

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতীয় কর্মকর্তা ব্যক্তিগত উদ্যোগে বেশ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। তাদের অঙ্গীকার, মার্কিন শুল্ক নিয়ে বাদানুবাদ চলতে থাকলেও তারা দেশটির ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ভারতে ব্যবসা করার জন্য সবচেয়ে ভালো পরিবেশ তৈরি করার চেষ্টা চালাবেন।

নাম না প্রকাশের শর্তে দুই সূত্র রয়টার্সকে এই তথ্য জানান।

এই প্রকল্পের অবকাঠামো নির্মাণে গুগলের অংশীদারের ভূমিকায় থাকছে ভারতের আদানি গ্রুপ ও এয়ারটেল। প্রকল্পের অংশ হিসেবে একটি নতুন আন্তর্জাতিক সাবসি গেটওয়ে নির্মাণেরও কথা রয়েছে।

রাজ্য কর্মকর্তারা দাবি করেন, এই ডেটা সেন্টার স্থাপনে এক লাখ ৮৮ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে।

 

Comments

The Daily Star  | English

Airport fire exposes costly state negligence

The blaze that gutted the uninsured cargo complex of Dhaka airport on Saturday has laid bare a deep and dangerous negligence in risk management across government installations.

5h ago