ভারতের অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ৩৪

অন্ধ্রপ্রদেশের একটি ফার্মাসিউটিকাল কারখানায় অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত
অন্ধ্রপ্রদেশের একটি ফার্মাসিউটিকাল কারখানায় অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

ভারতের একটি ওষুধ কারখানায় বিস্ফোরণের ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জন। 

আজ বৃহস্পতিবার এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, রাসায়নিক উপকরণ বিস্ফোরিত হওয়ায় আহতদের অনেকের চামড়া পুড়ে গেছে। 

ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, বিস্ফোরণটি এতোটাই শক্তিশালী ছিল যে নিহতদের অনেকের দেহের অঙ্গপ্রত্যঙ্গ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

বুধবার বিকেলে অন্ধ্রপ্রদেশ রাজ্যের আনাকাপাল্লে জেলার একটি ফার্মাসিউটিকাল ইউনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জেলা পুলিশ সুপার এম. দীপিকা বলেন, 'উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে' এবং এই দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন।

তিনি জানান, তদন্তকারীদের ধারণা 'গ্যাস লিক থেকে বিস্ফোরণ হয় এবং তা ইলেকট্রিক প্যানেলে আঘাত করে।'

স্থানীয় পুলিশ কর্মকর্তা এম. বুচাইয়াহ ইন্ডিয়ান এক্সপ্রেস ডেইলিকে বলেন, হতাহতরা প্রায় সবাই রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে ভয়াবহভাবে পুড়ে গেছেন।

তিনি এ ঘটনাকে 'ভয়াবহ ও হৃদয়বিদারক' বলে অভিহিত করেন।

'আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সময় তারা তীব্র ব্যথায় চিৎকার করছিলেন এবং দ্রুত জ্ঞান হারিয়ে ফেলেন', যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে পোস্ট করে শোক প্রকাশ করেছেন।

তিনি হতাহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান।

Comments

The Daily Star  | English

Scrutiny of nomination papers underway in Dhaka’s 20 constituencies

Verification of 238 nomination papers starts ahead of February 12 polls

31m ago