হোয়াইট হাউসের কাছে গুলিতে আহত ২ ন্যাশনাল গার্ড সদস্যের একজন মারা গেছেন

সারাহ বেকস্ট্রম। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছাকাছি স্থানে বন্দুকধারীর গুলিতে আহত ন্যাশনাল গার্ডের দুই সদস্যের একজন মারা গেছেন। এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জানান, গুলিবিদ্ধ ২০ বছর বয়সী সারাহ বেকস্ট্রম মারা গেছেন।

২৪ বছর বয়সী আরেক সদস্য অ্যান্ড্রু উলফের অবস্থা এখনো সংকটজনক। ট্রাম্প বলেন, 'তিনি জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।'

বুধবার স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর ওয়াশিংটন ডিসির ডাউনটাউনের ফ্যারাগাট স্কয়ারের কাছে কাছ থেকে গুলি করা হয় তাদের। এ ঘটনায় আফগানিস্তান থেকে আসা রহমানুল্লাহ লাকানওয়াল নামে ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে মার্কিন সেনা সদস্যদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বেকস্ট্রমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, 'ওয়েস্ট ভার্জিনিয়ার সারা বেকস্ট্রম খুবই সম্মানিত-অসাধারণ এক মানুষ ছিলেন… একটু আগেই তিনি চলে গেলেন। তিনি আর আমাদের মধ্যে নেই।

পরে ট্রাম্প বেকস্ট্রমের বাবা-মায়ের সঙ্গে কথাও বলেন। সিবিএস নিউজকে বিষয়টি নিশ্চিত করেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

সারাহ বেকস্ট্রম ২০২৩ সালের ২৬ জুন সেনাবাহিনীতে যোগ দেন। পরে তিনি ওয়েস্ট ভার্জিনিয়ার আর্মি ন্যাশনাল গার্ডের ৮৬৩তম মিলিটারি পুলিশ কোম্পানির ১১১তম ইঞ্জিনিয়ার ব্রিগেডে নিয়োগ পান।

গোলাগুলির পরে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি ফক্স নিউজকে বলেন, সারা থ্যাঙ্কসগিভিং উপলক্ষে জাতীয় রাজধানীতে স্বেচ্ছায় কাজ করার জন্য এগিয়ে এসেছিলেন।

ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস বলেন, সারাহ বেকস্ট্রমের মৃত্যুর খবর পেয়ে তিনি 'সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন।'

ন্যাশনাল গার্ডের ওপর গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি আফগানিস্তানে সিআইএর সঙ্গে কাজ করতেন।

ন্যাশনাল গার্ডের সৈন্যরা রিজার্ভ সদস্য, যাদের সৈন্য হিসেবে সক্রিয় করা যায়। তবে তাদের ক্ষমতা সীমিত, কারণ তারা আইন প্রয়োগ বা গ্রেপ্তার করতে পারে না।

গোলাগুলির স্থানটি হোয়াইট হাউস থেকে মাত্র কয়েক ব্লক দূরে হওয়ায় বহু আইন-প্রয়োগকারী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং দুইজন আহতকে চিকিৎসা দিতে ও বন্দুকধারীকে ধরতে কাজ শুরু করেন।

আইন-প্রয়োগকারী সংস্থার সূত্র সিবিএস নিউজকে জানায়, গ্রেপ্তারের সময় সন্দেহভাজনকে চারবার গুলি করা হয়। কর্তৃপক্ষ জানায়, লাকানওয়াল ২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসেন।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

7h ago