তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাদের ধন্যবাদ জানাচ্ছেন। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাদের ধন্যবাদ জানাচ্ছেন। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে তার দ্বিতীয় মেয়াদ শুরু করেন গত ফেব্রুয়ারিতে। ক্ষমতাগ্রহণের পর থেকে যে বিষয়টি নিয়ে তিনি বারবার সোচ্চার হয়েছেন, তার মধ্যে একটি হলো 'অভিবাসন'।

গতকাল বৃহস্পতিবার ট্রাম্প জানান, তিনি 'তৃতীয় বিশ্বের দেশ' থেকে আর কাউকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসতে দিতে চান না। ওই উদ্যোগের অংশ হিসেবে এ ধরনের অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনার কথাও জানান রিপাবলিকান প্রেসিডেন্ট।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত বুধবার স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর ওয়াশিংটন ডিসির ডাউনটাউনের ফ্যারাগাট স্কয়ারের কাছে কাছ থেকে গুলি করা হয় তাদের। এ ঘটনায় আফগানিস্তান থেকে আসা রহমানুল্লাহ লাকানওয়াল নামে ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূলত এই ঘটনার সূত্রেই ট্রাম্প এ কথা বলেছেন।

আহত দুই সদস্যের একজন ইতোমধ্যে মারা গেছেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে বলেন, 'যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে আমি তৃতীয় বিশ্বের সকল দেশ থেকে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে স্থগিত করব।'

একইসঙ্গে তিনি তার পূর্বসূরি জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে অভিবাসনের অনুমতি পাওয়া 'লাখো' মানুষের অনুমোদন প্রত্যাহার করে নেওয়ার হুমকিও দেন।

তিনি অঙ্গীকার করেন, 'যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ নন এমন সবাইকে বের করে দেওয়া হবে।'

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, আমেরিকান নন এমন সব নাগরিককে তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুবিধা দেওয়া বন্ধ করবেন।

পাশাপাশি, যেসব বিদেশি নাগরিক 'নিরাপত্তা ঝুঁকি' হিসেবে বিবেচিত অথবা 'পশ্চিমা সভ্যতার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না', তাদেরকে তিনি তাদের নিজ দেশে ফেরত পাঠাবেন।

'অবৈধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন জনসংখ্যা কমানোর লক্ষ্য অর্জনে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে', যোগ করেন ট্রাম্প।

থ্যাংক্সগিভিং উপলক্ষ্যে দুইটি বনমোরগকে 'মাফ' করে দেন ট্রাম্প। ছবি: এএফপি
থ্যাংক্সগিভিং উপলক্ষ্যে দুইটি বনমোরগকে 'মাফ' করে দেন ট্রাম্প। ছবি: এএফপি

তিনি বিষয়টিকে 'রিভার্স মাইগ্রেশন' আখ্যা দিয়ে বলেন, পরিস্থিতির নিরসনে এই উদ্যোগের কোনো বিকল্প নেই।

পোস্টের শেষে মার্কিনিদের থ্যাংকসগিভিংয়ের শুভেচ্ছা জানান ট্রাম্প। তবে এটাও উল্লেখ করতে ভুলেননি, যে 'যারা ঘৃণা, চুরি, হত্যা ও আমেরিকান মূল্যবোধের সঙ্গে যায় এমন সব কিছু ধ্বংসে লিপ্ত আছেন', তাদের জন্য এই শুভেচ্ছা প্রযোজ্য নয় এবং 'তারা খুব বেশিদিন এই দেশে থাকতে পারবেন না', বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প।

ট্রাম্পের বর্তমানে মেয়াদের শুরু থেকেই চলছে অভিবাসন-বিরোধী মনোভাবের চর্চা। তারই সর্বশেষ ও সম্ভবত কঠোরতম উদ্যোগ হতে পারে আফগানিস্তান, থাইল্যান্ড, কলম্বিয়ার মতো তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন বন্ধ করে দেওয়া।  

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

14h ago