ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০৩

ইন্দোনেশিয়ার বন্যা পরবর্তী অবস্থা। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়জনিত ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৩ জনে দাঁড়িয়েছে। এর আগে গতকাল শুক্রবার দেশটিতে মৃতের সংখ্যা ১৭৪ জন বলে জানানো হয়েছিল।

আজ শনিবার দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি)-এর প্রধান সুহারিয়ান্তো এ তথ্য জানিয়েছেন।

মালাক্কা প্রণালিতে সৃষ্ট বিরল ক্রান্তীয় ঝড়ের কারণে গত এক সপ্তাহ ধরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপিবি প্রধান সুহারিয়ান্তো জানান, ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপের তিনটি প্রদেশে এখনও নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। এই দুর্যোগে প্রায় ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তারপরও শত শত মানুষ এখনো আটকে আছেন।

দুর্যোগকবলিত উত্তরাঞ্চলে রাস্তা ধস ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধারকারীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ ও সরঞ্জাম পাঠাচ্ছেন।

তিনি বলেন, 'উত্তর সুমাত্রার উত্তর তাপানুলি থেকে সিবোলগা পর্যন্ত রাস্তা তিন দিন ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমরা জরুরি ভিত্তিতে রাস্তাটি খুলে দেওয়ার চেষ্টা করছি।'

উত্তর সুমাত্রায় উদ্ধার অভিযানের চিত্র। ছবি: রয়টার্স

তিনি আরও জানান, ভূমিধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় একদল মানুষ হাইওয়েতে আটকে আছেন। তাদের জরুরি সাহায্যের প্রয়োজন। উদ্ধার অভিযানে সহায়তা বাড়াতে আগামীকাল রোববার থেকে সামরিক বাহিনীর উপস্থিতি বাড়ানো হবে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত সেন্ট্রাল তাপানুলি এলাকায় দুর্ভোগে পড়া মানুষজন ত্রাণ সামগ্রী লুট করারও চেষ্টা করেছে।

মালাক্কা প্রণালির ওপারে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের বন্যায় মৃতের সংখ্যাও বেড়েছে। দেশটির সরকারি মুখপাত্র সিরিপং অংকাসাকুলকিয়াত জানান, আজ শনিবার মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। গতকাল পর্যন্ত এ সংখ্যা ছিল ১৪৫।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

14h ago