মধ্যরাতে ট্রাম্পের ১৬০ পোস্ট, সকালে ‘ঝিমালেন’ ক্যাবিনেট মিটিংয়ে
ডোনাল্ড ট্রাম্প এক রাতে ট্রুথ সোশ্যাল–এ ১৬০টি পোস্ট ও রি–পোস্ট করার পর ব্যাপক আলোচনার ঝড় ওঠে যুক্তরাষ্ট্রে। এরপরদিন সকালে ক্যাবিনেট মিটিংয়ে ঝিমাতেও দেখা যায় তাকে।
গতকাল মঙ্গলবার তার এই 'মধ্যরাতের পোস্ট ঝড়' নিয়ে ব্যঙ্গও করেছেন যুক্ত্ররাষ্ট্রের দুই জনপ্রিয় লেট নাইট শো–এর উপস্থাপক জিমি কিমেল ও জিমি ফ্যালন।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, সন্ধ্যা ৭টা ৯ মিনিট থেকে শুরু করে প্রায় মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে পোস্ট দিতে থাকেন ট্রাম্প।
বিষয়বস্তুতেও ছিল বিচিত্রতার ছড়াছড়ি। তিনি ওই পোস্টগুলোতে ওবামা ও বাইডেনের নীতি, রাষ্ট্রদ্রোহ, রাজনৈতিক দাবি—এসব নিয়ে টানা লিখতে থাকেন। ক্রিসমাসের আগাম বার্তাও দিতে বাদ রাখেন নি।
জিমি কিমেল তার লাইভ শোতে বলেন, 'যিনি দেশ চালান বলে দাবি করেন, তিনি রাতভর এমন পোস্ট–ঝড় তুললেন দেখে মনে হচ্ছিল পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছেন।'
রসিকতা করে তিনি আরও বলেন, '১৬০টি পোস্ট দিতে হলে ঠিক কতক্ষণ টয়লেটে বসে থাকতে হয়—ওটাই এখন আমার প্রশ্ন!'
আরেক জনপ্রিয় শো 'দ্য টুনাইট শো স্ট্যারিং জিমি ফ্যালনে'র উপস্থাপক ফ্যালনও কম যাননি। তিনি বলেন, 'আজ সকালে দেখা গেছে পোস্ট করতে করতে ট্রাম্পের আঙুল ফুলে গেছে তার গোড়ালির মতো।'
ব্যঙ্গ করে আরও বলেন, 'মনে হয় আমরা এখন জানি ভেনেজুয়েলার কোকেন কোথায় যাচ্ছে।'
জিমি কিমেল জানান, পোস্টগুলো এতই এলোমেলো যে দেখে মনে হচ্ছিল ট্রাম্প ফক্স নিউজ দেখে তার প্রতিক্রিয়া দিচ্ছেন প্রতিমুহুর্তে।
ফ্যালন পরে একটি ভিডিও দেখান, যেখানে ট্রাম্পকে কেবিনেট মিটিংয়ে ঝিমোতে দেখা যায়। তিনি মন্তব্য করেন, 'নিশ্চয়ই সারারাত জেগে থাকা তার আজকের মিটিংকে "একদমই" প্রভাবিত করেনি।'
শেষদিকে কিমেল বলেন, 'যখনই ট্রাম্পের জনপ্রিয়তা নিচে নামে, তখনই তিনি নিজের প্রশংসা শুনতে কেবিনেট মিটিং ডাকেন।'


Comments