গাজায় ইসরায়েলপন্থী মিলিশিয়া নেতা ইয়াসের আবু শাবাবকে হত্যার অভিযোগ
গাজায় যুদ্ধবিরতি চলাকালে মানবিক সহায়তা লুটে অভিযুক্ত ইসরায়েলপন্থী মিলিশিয়া নেতা ইয়াসের আবু শাবাবকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
শাবাবের মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে চ্যানেল ১৪, যদিও প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পরে চ্যানেল ১২ জানায়, আবু শাবাব 'গাজার বিভিন্ন গোত্রের সঙ্গে সংঘর্ষে' আহত হন এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সোরোকা মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার সময় আবু শাবাব ও তার 'পপুলার ফোর্সেস' গাজায় মানবিক সহায়তা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ইসরায়েলি কর্মকর্তারা জানান, হামাসবিরোধী স্থানীয় সশস্ত্র শক্তি গঠনের লক্ষ্যে গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহযোগিতা করেছে ইসরায়েল, যার মধ্যে আবু শাবাবের দলও আছে।
আল জাজিরার গাজা সংবাদদাতা হানি মাহমুদ জানান, আবু শাবাব কীভাবে মারা গেলেন—তা এখনো স্পষ্ট নয়।
তিনি বলেন, 'সবচেয়ে বড় প্রশ্ন, কে ইয়াসের আবু শাবাবকে হত্যা করল? এর উত্তর এখনো অজানা।'
তার ভাষায়, গাজায় আবু শাবাব ও তার দল মাদক চোরাকারবার, মানবিক সহায়তা লুট এবং উত্তর গাজায় ত্রাণবাহী ট্রাক আটকে রেখে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরির জন্য কুখ্যাত।


Comments