ড্রামে খণ্ডিত মরদেহ: নিহতের বন্ধু জরেজসহ গ্রেপ্তার ২

ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকায় হাইকোর্ট এলাকার কাছে দুটি প্লাস্টিকের ড্রাম থেকে রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় তার বন্ধু জরেজ ইসলামসহ দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শুক্রবার কুমিল্লার দাউদকান্দি থেকে জরেজ ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে তার বান্ধবী শামীমাকে আলামতসহ গ্রেপ্তার করেছে র‍্যাব–৩। পৃথক বার্তায় ডিবি ও র‌্যাব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। 

গতকাল বৃহস্পতিবার আশরাফুলের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১১ নভেম্বর রংপুর থেকে ঢাকায় আসার সময় আশরাফুলের সঙ্গে ছিলেন জরেজ। তবে হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।

আজ শুক্রবার আশরাফুলের বোন আনজিরা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় জরেজসহ অজ্ঞাতপরিচয় কয়েজনকে আসামি করা হয়।

এজাহারে বলা হয়েছে, জরেজসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন গত ১১ থেকে ১৩ নভেম্বর মধ্যে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আশরাফুলকে হত্যা করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মজিবুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, জরেজ মালয়েশিয়া প্রবাসী ছিলেন। কয়েক মাস আগে দেশে ফিরে এসে আশরাফুলের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। তারা একসঙ্গে ব্যবসা করতে চেয়েছিলেন।

আশরাফুল রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ, রসুন, মরিচ ও আলু আমদানি করতেন। 

গত ১১ নভেম্বর রাতে জরেজের সঙ্গে তিনি ঢাকায় আসে। এরপর থেকে আশরাফুলের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago