হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জোনায়েদ এ আদেশ দেন।
এছাড়া হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার আব্দুল হান্নানকে জামিন দিয়েছেন আদালত।
আদালতে কর্মরত এক উপপরিদর্শক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে হাদি হত্যাচেষ্টা মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করা হয়।
গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ফয়সাল ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় এ মামলা করেন।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদী ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার আব্দুল হান্নানকে জামিন দিয়েছেন আদালত।
আদালতের উপপরিদর্শক জানান, আবেদন করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত জামিন এ আদেশ দেন।
আদালতে দাখিল করা পুলিশ প্রতিবেদনে বলা হয়, গুলির সময় ব্যবহৃত মোটরসাইকেলটি হান্নানের নয়।
গত ১৩ ডিসেম্বর হান্নানকে গ্রেপ্তার করে পল্টন থানায় হস্তান্তর করে র্যাব।
১৪ ডিসেম্বর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়। একই দিনে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়।


Comments