কামরাঙ্গীরচরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু

ছবি: প্রতীকী

রাজধানীর কামরাঙ্গীরচরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত স্কুলছাত্র রুমান (১৫) মারা গেছে।

আজ সোমবার সকালে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু বকর সিদ্দিক।

নিহত রুমান শরীয়তপুরের জাজিরা উপজেলার মজিদ ফকিরকান্দি গ্রামের জালাল ফকিরের ছেলে। সে পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর এলাকায় থাকতো ও স্থানীয় সানলাইট কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। 

এসআই আবু বকর সিদ্দিক জানান, গত শুক্রবার সন্ধ্যায় পূর্ব রসুলপুরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে বাগবিতণ্ডার একপর্যায়ে রুমানের বুকে ও হাতে ছুরিকাঘাত করে সাইফুল ইসলাম সাগর (১৯)। পরিবারের সদস্যরা প্রথমে আহত রুমানকে কামরাঙ্গীরচর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউ সাপোর্ট প্রয়োজন হওয়ায় শেষ পর্যন্ত তাকে মগবাজারে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুমানের। 

তিনি আরও বলেন, ঘটনার পরদিন রুমানের বাবা হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একই দিনে প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করে। ভুক্তভোগীর মৃত্যুর পর মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
 

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

11h ago