ওবায়দুল কাদেরসহ ৭ অভিযুক্তকে খুঁজে পায়নি আইন প্রয়োগকারী সংস্থা
জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে মামলায় আইন প্রয়োগকারী সংস্থা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি।
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-কে এমনটি জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
ট্রাইব্যুনালের সামনে দাখিল করা একটি নন-এক্সিকিউশন রিপোর্টে বলা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বর্তমান ও স্থায়ী ঠিকানায় গিয়ে অভিযুক্তদের খুঁজে পাননি।
এর আগে, ট্রাইব্যুনাল সাত অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তারা হলেন ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ; সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
এদিকে গত বছরের জুলাই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় তদন্ত কর্মকর্তা (আইও) টানা তৃতীয় দিনের মতো তার জবানবন্দি দেন। ট্রাইব্যুনাল তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ পুনরায় শুরু করার জন্য আগামী ৬ জানুয়ারি দিন ধার্য করেছেন।

Comments