ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৩

এএফপির ভিডিও থেকে নেওয়া ছবি

ভারতের গোয়ায় একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

আজ রোববার ভোরে রাজটির মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ও অন্যান্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, উত্তর গোয়া জেলার আরপোরা এলাকার একটি ক্লাবে রাত প্রায় ১২টার দিকে আগুন লাগে। নিহতদের মধ্যে কয়েকজন পর্যটকও আছেন।

প্রমোদ সাওয়ান্ত এক্সে লিখেছেন, 'আরপোরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণ গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছি।'

তিনি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, 'তিন থেকে চারজন পর্যটক নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, একটি সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কারণ বলা যাচ্ছে না।

পিটিআই জানায়, স্থানীয় পার্লামেন্ট সদস্য মাইকেল লোবো জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও পুলিশ সারারাত ধরে উদ্ধারকাজ চালিয়েছে।

Comments

The Daily Star  | English

Nation mourns death of Hadi

National flag lowered nationwide; Janaza today at Jatiya Sangsad Bhaban

1h ago