‘পাকিস্তানের ক্ষেপণাস্ত্র থেকে দিল্লিকে রক্ষা করেছে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা’
দুই দিনের সফরে নয়াদিল্লি এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঐতিহাসিক সফর উপলক্ষে বিশেষ বক্তব্য রেখেছেন কংগ্রেসের জনপ্রিয় নেতা শশী থারুর। দুই দেশের সম্পর্ককে 'গুরুত্বপূর্ণ' আখ্যা দেন তিনি।
আজ শুক্রবার ভারতের গণমাধ্যম দ্য হিন্দু এই তথ্য জানিয়েছে।
শশী থারুর নয়াদিল্লি-মস্কোর গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন।
তিনি উল্লেখ করেন, রাশিয়া সব সময় ভারতের পাশে থেকেছে।
ভারতের গণমাধ্যম এএনআইকে থারুর বলেন, এক গুরুত্বপূর্ণ সময়ে প্রেসিডেন্ট পুতিন ভারত সফর করছেন।
'এটি উল্লেখযোগ্য একটি সফর। প্রথমত, দুই দেশের এই টেকসই সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ঝঞ্ঝাবিক্ষুব্ধ পৃথিবীতে অনেক সম্পর্কে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যার ফলে যে সম্পর্কগুলো টিকে আছে, সেগুলোকে আরও শক্তিশালী করে তোলা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। দ্বিতীয়ত, রাশিয়ার বন্ধুত্বের মূল্য সাম্প্রতিক বছরগুলোতে প্রমাণ হয়েছে। বিশেষত, দুইটি খাতে। আমরা সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার কাছ থেকে অনেক তেল ও গ্যাস পেয়েছি। পাশাপাশি, অপারেশন সিঁদুরের সময় রাশিয়ার কাছ থেকে আমদানি করা এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা দিল্লি ও অন্যান্য শহরকে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা দিয়েছে,' যোগ করেন থারুর।
যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভারতের সম্পর্ক মস্কো-নয়াদিল্লির বন্ধুত্বে কোনো ধরনের প্রভাব ফেলে না বলে তিনি দাবি করেন।
দুই দিনের সফরের প্রথম দিন মোদির সঙ্গে বৈঠকে বসবেন পুতিন। এটা হবে দুই দেশের ২৩তম সম্মেলন। ওই বৈঠকে প্রতিরক্ষা ও বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানা গেছে।
বৈঠকের আগে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুতিন।
নিরাপত্তা নিশ্চিতে পুতিনের সফর চলাকালে নয়াদিল্লির অনেক সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।


Comments