ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স ফাইল ছবি

ইউক্রেন সংঘাত নিয়ে শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে ক্রেমলিনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার আগে ইউরোপের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ প্রসঙ্গে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ মঙ্গলবার মস্কোতে সাংবাদিকদের পুতিন বলেন, 'আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধে যেতে চাই না, কিন্তু যদি ইউরোপ চায় এবং শুরু করে, আমরা এখনই প্রস্তুত।'

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন ও আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের জন্য পুতিন ক্রেমলিনের উদ্দেশে রওনা হয়েছেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় রেডিও জানিয়েছে।

তার আগে মস্কো থেকে বেশ কিছুটা দূরে একটি বিনিয়োগ ফোরামে বক্তৃতা দেওয়ার সময় পুতিন এ মন্তব্য করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, 'তাদের কোনো শান্তির অ্যাজেন্ডা নেই, তারা যুদ্ধের পক্ষে।' এ সময় ইউক্রেনের ঘনিষ্ঠ ইউরোপীয় সহযোগী দেশগুলো শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ তোলেন পুতিন।

পুতিন আরও জানান, রাশিয়ান বাহিনী পোকরভস্ক শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। তিনি বলেন, 'শহরটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই ঘাঁটি, এই সেক্টর থেকে, রুশ সেনাবাহিনী সহজেই যেকোনো দিকে অগ্রসর হতে পারবে।

এ সময় ইউক্রেনীয় বন্দর ও জাহাজগুলোর ওপর হামলা বৃদ্ধি এবং ইউক্রেনকে সহায়তা করে এমন যেকোনো বিদেশি পতাকাবাহী ট্যাংকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন পুতিন।

পুতিন বলেন, 'সবচেয়ে যৌক্তিক সমাধান হচ্ছে ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে ফেলা। তাহলে রাশিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের দস্যুবৃত্তি কার্যত অসম্ভব হয়ে পড়বে।'

এর আগে আজ তুরস্কের উপকূলে একটি রুশ পতাকাবাহী ট্যাংকারে ড্রোন হামলার অভিযোগ ওঠে। অবশ্য ইউক্রেন ওই হামলার দায় অস্বীকার করেছে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago